সান নিউজ ডেস্ক: বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দিক্ষিত। বর্তমানে তার বয়স ৫৫ বছর হলেও নায়িকার কাছে বয়স শুধুই একটি সংখ্যা মাত্র।
আরও পড়ুন: দ্রুত মেকআপ করার উপায়
এ বয়সেও ফিটনেস ধরে রেখেছেন অভিনেত্রী, এখনো রীতিমতো কাজ করে যাচ্ছেন টেলিভিশনের বিভিন্ন শো এমনকি বড় পর্দায়ও।
সম্প্রতি টেলিভিশনের এক শো’তে লাল-সাদা বল প্রিন্টের জর্জেট শাড়ির সঙ্গে পাফ হাতার ব্লাউজে তিনি রীতিমতো চমকে দিয়েছেন সবাইকে। এই ফ্যাশন দিব্যি লুকিয়েছে তার বয়সকে।
ফ্যাশন ডিজাইনার অঞ্জু মোদির পাফ হাতা ব্লাউজের সঙ্গে লাল বল প্রিন্টের শাড়িতে মাধুরী দীক্ষিতকে সেদিন অসাধারণ লেগেছে। শাড়ির সঙ্গে কোমরে বেল্ট বেঁধে পুরো লুকটিই চেঞ্জ করেন তিনি।
আরও পড়ুন: সুন্দরীরা পুরুষের হার্ট অ্যাটাকের কারণ!
চুল না বেঁধে বরং খোলা রেখেই এদিন স্টাইল করেন। তবে চুলের নিচের অংশ কার্ল করে ঘাড়ের একপাশে তা সেট করেন। গলায় কোনো গয়না না পরলেও কানের এক জোড়া মাঝারি আকৃতির দুল তার সৌন্দর্য আরও বাড়িয়েছে।
মাধুরীর চোখের মেকআপে ছিল উইংড আইলাইনার। লাল শাড়ির সঙ্গে ঠোঁটে পরেন চকচকে লাল লিপস্টিক। দু’গালে বেশ খানিকটা হাইলাইটার ব্যবহারের কারণে তার ত্বক হয়ে ওঠে আরও স্নিগ্ধ ও উজ্জ্বল।
বর্তমানে মাধুরী একটি ডান্স রিয়েলিটি শো এর বিচারক হিসেবে আছেন। শো এর নতুন এক পর্বের জন্যই মাধুরীর এই সাজ-পোশাক। চাইলে আপনিও লাল-সাদা বলপ্রিন্টের শাড়ির সঙ্গে সাজতে পারেন মাধুরীর মতো।
আরও পড়ুন: হেমা মালিনীর সৌন্দর্যের রহস্য!
প্রসঙ্গত, মাধুরী দীক্ষিত হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, প্রযোজক ও টেলিভিশন ব্যক্তিত্ব। প্রায়ই তাকে বলিউডের সেরা অভিনেত্রীদের একজন হিসেবে গণ্য করা হয়। অভিনয় জীবনে তিনি সত্তরের অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং ছয়টি ফিল্মফেয়ার পুরস্কারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। ১৯৯০-এর দশক ও ২০০০-এর দশকের শুরুতে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী ছিলেন এবং সাতবার ফোর্বস ভারত-এর ১০০ তারকার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়। অভিনয়ের পাশাপাশি তিনি সহজাত সৌন্দর্যচর্চা এবং নৃত্যকলায় সমান দক্ষতা প্রদর্শন করেন। হিন্দি চলচ্চিত্রে অনবদ্য ভূমিকার জন্য তাকে ২০০৮ সালে ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়।
সান নিউজ/এনকে