সান নিউজ ডেস্ক : এই গরমে সারাদিন রোজা রাখার পর ইফতারিতে মজাদার ফ্রুট কাস্টার্ড থাকলে আর কথাই নাই। ফ্রুট কাস্টার্ড রেসিপি খুব কম সময়ের একটি সহজ রেসিপি। ফ্রুট কাস্টার্ড রেসিপি তৈরি খাবার অত্যন্ত পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত। যা আপনি ঘরে বসেই হাতের নাগালে থাকা উপাদান দিয়ে কম খরচে তৈরী করতে পারেন। চলুন দেখে নেই কিভাবে সহজভাবে কম সময়ের মধ্যে তৈরি করবেন।
আরও পড়ুন: পাবজি খেলা বন্ধই থাকবে
উপকরণ:
কাস্টার্ড পাউডার- ৩ টেবিল চামচ
তরল দুধ- ১ লিটার
চিনি- ১/৩ কাপ
বিভিন্ন ধরনের ফল- ৩ কাপ
প্রস্তুত প্রণালি:
কাস্টার্ড পাউডারের সঙ্গে আধা কাপ তরল দুধ মিশিয়ে নিন। প্যানে ১ লিটার দুধ দিয়ে দিন। চিনি দিয়ে নেড়ে নিন। কাস্টার্ড পাউডারের মিশ্রণ অল্প অল্প করে ঢালুন। অনবরত নাড়তে হবে। ঘন হয়ে গেলে নামিয়ে ফেলুন চুলা থেকে। একটি বাটিতে ঢেলে প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে দিন। ফ্রিজে রেখে দিন। পরিবেশনের আগে আম, আপেল, কলা, আনারসহ পছন্দের ফলের টুকরা দিয়ে মিশিয়ে নিন।
সাননিউজ/এমআরএস