সান নিউজ ডেস্ক : অনেকের কাছেই হালিম খুব পছন্দের। আর এজন্যই ইফতারিতে রাখতে পারেন বাড়িতে বানানো মজাদার হালিম। চলুন জেনে নেয়া যাক হালিম তৈরির রেসিপি......
উপকরণ :
মাংস রান্নার জন্য :
১.মাংস ২ কেজি
২.পেঁয়াজ ৩০০ গ্রাম
৩.আদা ২০ গ্রাম
৪.রসুন ৩০ গ্রাম
৫.ধনে গুঁড়া ২০ গ্রাম
৬.হলুদ গুঁড়া ১ টেবিল চামচ
৭.মরিচ গুঁড়া ২ টেবিল চামচ
৮.এলাচ গুঁড়া ১ টেবিল চামচ
৯.দারুচিনি গুঁড়া ১ টেবিল চামচ
১০.জিরা ভাজা গুঁড়া ২০ গ্রাম
১১.তেল ১০০ গ্রাম।
ডাল রান্নার জন্য:
১.মসুরের ডাল ৫০ গ্রাম
২.মটর ডাল ৫০ গ্রাম
৩.মুগ ডাল ৫০ গ্রাম
৪.মাষকলাইয়ের ডাল ১০০ গ্রাম
৫.চাল ৫০ গ্রাম
৬.গম ৫০ গ্রাম
৭.ধনে গুঁড়া ১ চা-চামচ
৮.আদা বাটা ২ চা-চামচ
৯.রসুন বাটা ২ চা-চামচ
১০.মরিচ গুঁড়া ১ চা-চামচ
১১.হলুদ আধা চা-চামচ
১২.লবণ স্বাদমতো।
প্রণালি:
একটি পাত্রে তেল গরম করুন। গরম তেলে পেঁয়াজ ভাজুন যতক্ষণ পর্যন্ত না হালকা খয়েরি রঙ ধারণ করে। সব মসলা একে একে পাত্রে ঢালুন। মাংস ঢালুন এবং রান্না করুন। আরেকটি পাত্র চুলায় দিন এবং তাতে। ডাল, চাল এবং সব উপকরণ ঢেলে রান্না করুন। রান্না হয়ে এলে মাংসটি ডালের পাত্রে ঢেলে দিন।
সাননিউজ/এমআরএস