সান নিউজ ডেস্ক: ময়দার তৈরি খাবার ছাড়াও এটা আমাদের অনেক উপকারিতা আসে। চলুন জানি কি কি কাজে লাগে........
তেল পরিষ্কার করতে:
তেলের বােতল উল্টে সব তেল মাটিতে পড়ে গেছে? তেলতেলে ভাব উঠানাে খুব বেশি ঝামেলা। তবে ময়দা এই কাজকে পানির মতাে সহজ করে দেবে। তেলের উপর ময়দা ছিটিয়ে দিন। ময়দা সব তেল শুষে নেবে। এরপর ভেজা একটি কাপড় দিয়ে মুছে নিন। সমস্যা শেষ! সিঙ্ক
পরিষ্কার করতে :
তেল চিটচিটে সিঙ্ক পরিষ্কার করতে ময়দা ভীষন কাজের। সিঙ্কে ময়দা ছড়িয়ে দিন। এরপর ভেজা একটা কাপড় দিয়ে মুছে নিন। সিঙ্ক চকচক করবে, কোন প্রকার লিকুইড ছাড়াই!
গাছকে পােকার হাত থেকে বাচাঁতে:
ছোট ছোট গাছকে পােকার হাত থেকে বাচাঁতে ময়দা খুব ভালাে কাজ করে। একটি লবন দানিতে ময়দা নিন। এর সাথে জল মিশিয়ে ভালাে করে ঝাকিয়ে গাছের গােড়ায় ছেড়ে দিন। এতে সব পােকা বের হয়ে যাবে। দু দিন পর জল দিয়ে ময়দা ধুয়ে নিন।
শ্যাম্পু হিসেবে:
শ্যাম্পু হিসেবে ময়দা ব্যবহার করতে পারেন। ময়দা ড্রাই শ্যাম্পু হিসেবে দারুণ কাজ করে। একবার ব্যাবহার করে দেখতে পারেন।
সাননিউজ/এমআরএস