লাইফস্টাইল

মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট

সান নিউজ ডেস্ক: রসনা বিলাসী বাঙ্গালীর ঐতিহ্যবাহী খাবারের মধ্যে মুড়িঘণ্ট অন্যতম। এতো মুখরোচক এই খাবারটি কিন্তু তৈরি করাও অত্যন্ত সহজ। দেখে নিন কিভাবে তৈরি করবেন রুই মাছের মুড়িঘণ্ট।

উপকরণ

১. রুই মাছের মাথা ১টি ও মাছ ২ টুকরো
২. পেঁয়াজ কুঁচি ১ কাপ
৩. গরম মসলা ও তেজপাতা ১টি
৪. এলাচ ২টি ও দারুচিনি ১ টুকরো
৫. কাঁচা মরিচ ২টি
৬. মুগ ডাল ১/৪ কাপ
৭. পোলাও চাল ২-৩ টেবিল চামচ
৮. আদা বাটা ১ টেবিল চামচ
৯. রসুন বাটা আধা টেবিল চামচ
১০. হলুদ ১ চা চামচ
১১. লবণ পরিমানমতো
১২. মরিচ গুঁড়া ১ চা চামচ
১৩. টালা জিরা গুঁড়া ১ চা চামচ
১৪. কুসুম গরম পানি পরিমাণমতো
১৫. আস্ত কাঁচা মরিচ ২টি
১৬. পেঁয়াজ কুঁচি ২ টেবিল চামচ
১৭. ধনেপাতা কুঁচি ১/৪ কাপ
১৮. তেল/ ঘি আধা কাপ

প্রণালী

১.মুড়ি ঘন্ট বানাবার আগে রুই মাছের মুড়ো ও অন্যান্য অংশ ভালো করে ধুয়ে নিয়ে লেবুর রস ও নুন দিয়ে মেখে ১০ মিনিটের মতো রেখে দিতে হবে। (এতে করে মাছের আঁশটে গন্ধ চলে যাবে)।

২.চাল ভালো মতন ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে ।

৩ . গ্যাসে ফ্রাইপেন বসিয়ে ২ চামচ তেল দিতে হবে। তেল গরম হয়ে গেলে কাজু কিশমিশ এরমধ্যে দিয়ে অল্প ভেজে তুলে রাখতে হবে।

৪.এবার ঐ তেলের মধ্যে আগে থেকে ধুয়ে রাখা চাল দিয়ে হালকা ভেজে তুলে নিতে হবে।

৫.এরপর আলু ভেজে তুলে নিতে হবে।

৬.এবার ঐ তেলের মধ্যে আরো একটু তেল দিয়ে গরম করতে হবে ।তেল খুব ভালো ভাবে গরম হয়ে গেলে ,রুই মাছের মুড়ো এবং বাকি টুকরোগুলি দিয়ে আলগা হাতে ভেজে একটি প্লেটের মধ্যে তুলে রাখতে হবে। (কড়া করে ভাজবেন না, তাতে মাছের স্বাদ এবং গুণ দুটি ই চলে যাবে)।

৭.ভেজে রাখা মুড়োটি খুন্তি দিয়ে ভেঙে রাখতে হবে।

৮.এবার ঐ তেলের মধ্যে অর্ধেক পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে তুলে নিতে হবে।

৯. ঐ একই তেলেই শুকনো লঙ্কা, তেজপাতা আর আস্ত গরম মশলা ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ডের মতো ভাজতে হবে।

১০.ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে তাতে বাকি পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাল করে ভাজতে হবে।

১১. পেঁয়াজ ভাজা হয়ে গেলে এরমধ্যে আদা, রসুন বাটা দিয়ে মাঝারি আঁচে ১ মিনিট ভাজতে হবে।

১২. এরপর এরমধ্যে ট্যমেটো ও পরিমাণ মতো নুন দিয়ে নেড়ে নিয়ে ১-২ মিনিট কম আঁচে ঢেকে রাখতে হবে ।

১৩.২ মিনিট পর , ট্যমেটো গলে গেলে এতে হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে কম আঁচে মসলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মসলা থেকে তেল বেড়িয়ে আসে।

১৪.মসলা থেকে তেল বেড়িয়ে আসলে আগে থেকে ভেজে রাখা চাল আর আলু দিয়ে খুব করে মসলার সাথে কষিয়ে নিতে হবে।

১৫.এবার এরমধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে।

১৬.আলু এবং চাল যখন প্রায় সেদ্ধ হয়ে উঠবে তখন এতে ভেজে রাখা মাছের মুড়ো এবং অন্যন্য অংশ দিয়ে একসাথে সমস্ত উপকরণ মিশিয়ে দিতে হবে।

১৭.এবার চাল যখন ফুটে উঠবে এবং আলু, মাছে, ভাতে বেশ একটা মাখোমাখো প্রেম দেখা যাবে তখন ভাজা পেঁয়াজ, কাজু, কিশমিশ, চিনি, ঘি, জায়ফল গুঁড়ো ছড়িয়ে শেষবারের মত নাড়িয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিতে হবে।

মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট একদম তৈরি।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা