সান নিউজ ডেস্ক: মুখমণ্ডলের যত্নের পাশাপাশি ঠোঁটেরও সমান যত্নের প্রয়োজন। ঠোঁট মানুষের খুব সংবেদনশীল অংশ। তাই এই অংশকে নিয়মিত যত্মে রাখা অবশ্যক। ঠোঁটের সৌন্দর্য নষ্ট হলে ব্যক্তিত্বের ওপর প্রভাব পড়ে। তাই সবাই ঠোঁট সব সময় গোলাপি রাখতে চায়। কারণ গোলাপি ঠোঁটই স্বাস্থ্যকর ঠোঁটের পরিচয়।
আপনিও নরম ও গোলাপি ঠোঁট পেতে চান তাহলে ঘরেই তৈরি করুন বিশেষ এক স্ক্রাব। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
এজন্য এক চিমটি সি সল্ট বা সামুদ্রিক লবণের সঙ্গে এক চা চামচ গ্লিসারিন ও এক চা চামচ গোলাপ জল মিশিয়ে ঠোঁটে আলতো করে স্ক্রাব করুন। ৩-৫ মিনিট স্ক্রাব করে ধুয়ে ফেলুন।
তারপর ঠোঁটে ব্যবহার করুন লিপ বাম। নিয়মিত এই স্ক্রাব ব্যবহারে ঠোঁটের জেদি কালো দাগ দূর হবে খুব সহজেই। আর প্রাকৃতিকভাবেই ঠোঁট হবে গোলাপি।
সান নিউজ/এনকে