আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পাঞ্জাব রাজ্যের দাবওয়ালি শহরে মাথার চুলের বাহারি ডিজাইন করার উদ্যোগ নিয়েছেনা রাজিন্দর সিং সিধু ও গুরবিন্দর সিং সিধু নামের দুই সেলুন মালিক।
জানা যায়, রাজিন্দর সিং সিধু ও গুরবিন্দর সিং সিধু দুই ভাই বিশ্বের জনপ্রিয় ব্যক্তি থেকে শুরু করে দর্শনীয় স্থান, প্রাণীর ছবিও মানুষের মাথায় আঁকেন। এ রকম বাহারি ডিজাইনের চিত্র ফুটিয়ে তুলতে গুণতে হবে প্রতি ছবি ২৫শ থেকে ২৮শ টাকা।
তারা বলেন, কাচি, পেন্সিল আর ট্রিমার দিয়ে মাথায় বিভিন্ন ব্যক্তি, স্থান বা প্রাণীর ছবি ফুটিয়ে তোলা অসম্ভব কিছু না। প্রথমে আমরা চেয়েছিলাম ট্যাটু করবো কিন্তু ভেবে দেখলাম যে ট্যাটু দীর্ঘস্থায়ী।
সান নিউজ/এমএইচ