সান নিউজ ডেস্কঃ বিজয়া দশমীতে সিঁদুর খেলা সনাতন ধর্মালম্বী বাঙালি মেয়েদের কাছে অন্যতম রীতি। বিবাহিতদের সঙ্গে এই খেলায় অংশ নেন অবিবাহিত মেয়েরাও। তবে সিঁদুর ত্বকের অনেক ক্ষতি করতে পারে। এজন্য মুখ থেকে ভালোভাবে সিঁদুর তোলা জরুরি।
ত্বকের যত্ন নেবেন উপায়
- ভেষজ সিঁদুর ব্যবহার করতে হবে।
- সিঁদুর খেলার আগে ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন। বাড়িতে তৈরি ফলের প্যাক লাগাতে পারেন। একটি টোমেটো, চারটি আঙুর এবং একটি কলার চার ভাগের এক ভাগ নিয়ে চটকে একটি প্যাক বানিয়ে নিন। তার পরে মুখ ধুয়ে সেটা মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট।
- সিঁদুর খেলা পর ভুলেও সরাসরি পানি বা ফেসওয়াশ দিয়ে মুখ ধোঁয়া যাবে না।
- তার বদলে মেকআপ রিমুভার দিয়ে সিঁদুর তুলুন। পাশাপাশি বাকি মেকআপও উঠে যাবে। সিঁদুর তুলতে নারকেল তেলও ব্যবহার করতে পারেন। তারপরে ফেসওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন। এরপর কোন ফেস মাস্ক লাগাতে পারেন। যেমন অ্যালোভেরা জেল প্যাক বা শিট মাস্ক। কিছুক্ষণ রেখে ধুয়ে পরে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
সান নিউজ/এমএইচ