বিদ্যা সিনহা মীম
লাইফস্টাইল

পূজার সাজ

লাইফস্টাইল ডেস্ক: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজায় আদিকাল থেকেই সাদা ও লালের সঙ্গে সখ্য গড়ে সেজে আসছে নারীরা। লাল পাড়ে সাদা শাড়ির সঙ্গে আলতা রাঙানো পা ও সিঁদুরের রক্তিম ছোঁয়া পূর্ণ করে সনাতনী সাজকে।

কপালে বড় একটি সিঁদুরের টিপ আর শাঁখা-পলার উপস্থিতি সেই সাজের জৌলুসকে বাড়িয়ে দেয় আরো বহুগুণ।

যারা সারা বছর তেমন শাড়ি পরেন না, তারাও ষষ্ঠী থেকে দশমীতে শাড়ির দিকেই ঝোঁকেন। আবার কারো কারো হাতে যদি সমস্যা হয়, তারা থ্রি-পিস, কামিজ, টপস, কুর্তাকে বেছে নিতে পারেন। কিন্তু অনেকেই সাবেকি সাজে তেমন অভ্যস্ত নন।

তাই সাজের সময়ে বুঝতে পারেন না, সনাতনী পোশাকের সঙ্গে সাজের বাকি আনুষঙ্গগুলো কেমন হওয়া উচিত। কিছু বিষয়ে নজর রাখলে আপনার শারদীয় সাজ নজর কাড়বে সবার।

শাড়ির সঙ্গে চাই মানানসই ব্লাউজ। ব্লাউজের কাট ও ফিটিং বদলে দিতে পারে আপনার পুরো সাজই। যদি শাড়ি হালকা হয়, তাহলে লম্বা হাতার ব্লাউজ পরতে পারেন। কুঁচি দেওয়া ব্লাউজ পরতে পারেন। আবার কুঁচির বদলে লেসের পাড় দেওয়া ব্লাউজও দারুণ মানাবে। ঘটিহাতাও চমৎকার লাগবে।

অষ্টমী ও নবমীতে মেকআপে নজর দিন। ঘন করে মাস্কারা লাগিয়ে স্মোকি আই মেকআপ করুন। পিচ শেডের আইশ্যাডো দিয়ে বেজ তৈরি করে তার ওপর গোল্ডেন, ব্রোঞ্জ, কপার বা যে কোনো ধরনের মেটালিক আইশ্যাডো লাগাতে পারেন।

আইল্যাশ কার্লার ব্যবহার করে চোখের পাতা কার্ল করতে পারেন। এতে ঢেউ খেলানো ভাব আসবে। তারপর প্রয়োজন মত মাশকারা লাগান।

চুল বাঁধার কায়দাও হতে হবে মানানসই। মাঝে সিঁথি করে চুল বেঁধে বেলি, জুঁই, কাঠগোলাপ বা যে কোনো সাদা রঙের ফুলে চুল সাজাতে পারেন। একটু বেশি করে মালা লাগিয়ে পুরো খোপাটাই ফুলে ঢেকে নিতে পারেন।

পূজার সময়ে একটু ভারী গয়না পরতেই পারেন। শাড়ি বা কামিজ যদি হালকা রঙের হয়, তা হলে সোনার ভারী গয়না পরতে পারেন। কানে বড় ঝুমকো, নথ, মাথায় সোনার ফুল, কপালে টিকলি পরার এটাই তো সেরা সময়। থ্রি-পিস, কামিজ, টপস বা কুর্তার সঙ্গে কুন্দনের গয়নাও চলতে পারে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা