সান নিউজ ডেস্কঃ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর পরেও যারা ধূমপান করে তারা ছাড়তে পারে না। ধীরে ধীরে ধূমপান করার ফলে সকলের ঠোট কালো হয়ে যায়। তবে কয়েকটি ঘরোয়া টোটকা ব্যবহার করলেই ফিরে পাওয়া সম্ভব ঠোঁটের স্বাভাবিক রং।
তাহলে জেনে নেওয়া যাক সেই ঘরোয়া উপায়গুলি সম্পর্কে-
গ্লিসারিন ও পাতিলেবু খুব উপকারী। গ্লিসারিন ও পাতিলেবু একসঙ্গে মিশিয়ে ঠোঁটে লাগিয়ে কিছুক্ষণ পর জল দ্দিয়ে ধুয়ে নিতে পারেন।
চিনি ও পাতিলেবুর রস মিশিয়ে ঠোঁটে লাগিয়ে কয়েক মিনিট স্ক্রাব করুন। এরপর জল দিয়ে ঠোঁট ধুয়ে ফেলুন।
বীট ঘষে তার রস ঠোঁটে লাগান। ঠোঁটের ফাটা ভাব কমাতেও সাহায্য করে বীট। তবে শুধু বীটের রস ব্যবহার না করে তার সঙ্গে পাতিলেবুর রস মিশিয়েও ঠোঁটে মালিশ করতে পারেন। বেশ কয়েকদিন এই প্যাক লাগালে ঠোঁটের স্বাভাবিক রং ফিরে আসবে।
সান নিউজ/এমএইচ