সান নিউজ ডেস্ক : সব বাড়িতেই টিকটিকির উপস্থিতি লক্ষ করা যায়। এটি পোকামাকড় খেয়ে আমাদের ঘর-বাড়ি পরিষ্কার পরিছন্ন রাখে, তবুও অনেকের কাছে এটি উপদ্রব ছাড়া আর কিছুই না। কারণ টিকটিকি নিজেই ঘর নোংরা করে। বিরক্তিকর এই উপদ্রব দূর করার কিছু ঘরোয়া উপায় রয়েছে। চলুন জেনে নেওয়া যাক টিকটিকি দূর করার সহজ উপায়।
কফির গুঁড়ো
টিকটিকি দূর করতে কফির গুঁড়ো বেশ কার্যকর। কফির গুঁড়ো এবং টোবাকোর গুঁড়ো একসাথে মিশিয়ে বল তৈরি করে নিন। এই বলটি টুথপিকে গেঁথে রাখুন। যেখানে টিকটিকির উপদ্রব বেশি সেখানে এই বলটি রেখে দিন। বলটি খেলেই টিকটিকি মারা যাবে।
ন্যাপথালিন
প্রায় সবার ঘরেই ন্যাপথালিন থাকে। ঘরের যেখানে টিকটিকি থাকে সেখানে ন্যাপথালিন বল রেখে দিন। এটি আপনার ঘরকে টিকটিকি থেকে দূরে রাখবে। শুধু টিকটিকি নয়, আরো নানারকম পোকামাকড় থেকে রক্ষা করবে।
ডিমের খোসা
ডিমের খোসা টিকটিকিকে মানসিকভাবে দুর্বল করে দেয়। টিকটিকি আসার জায়গায়গুলোতে ডিমের খোসা রেখে দিন। দেখবেন টিকটিকি আসা বন্ধ হয়ে গেছে।
ময়ূরের পালক
ময়ূরের পালক টিকটিকির অপছন্দ। ঘরের ফুলদানিতে কয়েকটি ময়ূরের পালক রেখে দিন। কিংবা ঘরের দেয়ালে কয়েকটি পালক লাগিয়ে রাখুন। দেখবেন আপনার ঘরে আর টিকটিকি আসবে না।
রসুন
রসুনের গন্ধ টিকটিকি পছন্দ করে না। রসুনের কোয়া জানলার এক কোণে। বিশেষ করে ভেন্টিলেটরের ভিতরে রাখুন। দেখবেন টিকটিকি আপনার বাসা থেকে দূরে রয়েছে।
বরফ পানি
টিকটিকি শীতল রক্তের প্রাণী। টিকটিকি দেখলেই বরফপানি স্প্রে করে দিন। দেখবেন টিকটিকি ঠাণ্ডায় জমে গেছে। এরপর এটি তুলে বাইরে ফেলে দিন।
পেপার স্প্রে
একটি বোতলে পানি, গোলমরিচের গুঁড়ো এবং লাল মরিচ গুঁড়ো একসাথে মিশিয়ে নিন। এই মিশ্রণটি দিয়ে ঘরে কোণায় কোণায় স্প্রে করুন। মরিচের গন্ধ টিকটিকি পছন্দ করে না।
সান নিউজ/ এমএইচআর