লাইফস্টাইল ডেস্ক : সানস্ক্রিন ব্যবহার করার ফলে ত্বকে সমস্যা হলে এড়িয়ে জাবেন না। জেনে নিন ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন নেওয়ার চার টিপস
প্রতিদিন বাইরে বেরনো মাত্রই ত্বকের ওপর পরছে ট্যানের আস্তরণ। ফলেই মুখের জেল্লা নষ্ট হওয়া থেকে শুরু করে ত্বকের নানা সমস্যা দেখা দিচ্ছে। তাই এই সময় সানস্ক্রিন মেখে বেরোনো একান্ত প্রয়োজন। কিন্তু অনেকেরই ত্বকে সহ্য হয় না সানস্ক্রিন। তাদের পক্ষে রোদে বেরিয়ে কাজ করা বেজায় কষ্টসাধ্য ব্যাপার।
যাদের সানস্ক্রিন ব্যবহারে সমস্যা, তাদের জন্য রইল এবার কিছু সহজ সমাধান
১) নারিকেল তেল নারকেল তেল শরীরের খোলা অংশে লাগিয়ে যদি বাড়ি থেকে বেরোনো যায় তবে তা সানস্ক্রিনেরই কাজ করে থাকে। ত্বকের লালচেভাব, বা ত্বক পুরে যাওয়ার সমস্যা কম দেখা যায়।
২) অ্যালোভেরা ত্বকে যদি কোনও অ্যলোভেরা ক্রিম বা অ্যালোভেরা জ্যুস লাগিয়ে নেওয়া যায়, তবে তা থেকেই ত্বকে ট্যান পরার সম্ভাবনা অনেকটা কমে যায়।
৩) চন্দন চন্দন বেটে ত্বকে লাগিয়ে রাখলে রোদ থেকে হওয়া সমস্যা অনেকাংশে কমে যায়। তাই চন্দন ত্বকে লাগিয়ে রাখলে তা সানস্ক্রিনের অভাবে ঘটা খতির হাত থেকে ত্বককে রক্ষা করবে।
৪) বেস ক্রিম অনেক সময় মুখে সরাসরি সানস্ক্রিন লাগিয়ে নিলে ত্বকের সমস্যা দেখা দিতে পারে। তাই এই ক্ষেত্রে মুখে একটি বেস ক্রিম লাগিয়ে নিয়ে তারপর সানস্ক্রিন লাগানে সমস্যা অনেক সময় কমে যায়।
সান নিউজ/এসএ