লাইফস্টাইল ডেস্ক : নিজেকে সুস্থ ও ফিট রাখতে আমার কতো কিছুই না করি। জিমে যাই, খাবার নিয়ন্ত্রণ করি, খেলাধুলা করি। কিন্তু আমরা অনেকেই জানি না, সকালের কিছু ভুল অভ্যাসের কারনে দ্রুত ওজন বেড়ে যেতে পারে। চলুন জেনে নেয়া যাক ওজন নিয়ন্ত্রণে রাখতে সকালে কোন অভ্যাসগুলো ত্যাগ করা জরুরি-
১। অনেক বেলা পর্যন্ত ঘুমানোর অভ্যাস বাড়িয়ে দিতে পারে দেহের ওজন। তাই ভোরে উঠুন।
২। সকালে ঘুম থেকে উঠে পানি পান না করলে ওজন বাড়ে। তাই ঘুম থেকে উঠেই পানি পান করুন।
৩। সকালে নাস্তা না করার অভ্যাস কমিয়ে দিতে পারে মেটাবলিজম। এটি ওজন বাড়ার অন্যতম কারণ। তাই সকালে নিয়মিত নাস্তা করুন।
৪। চা-কফিতে চিনি পরিহার করুন। চা খেলেও চেষ্টা করুন চিনি ছাড়া খাওয়ার। কারণ চিনি ওজন বাড়াতে সাহায্য করে।
৫। অলসতা ছাড়ুন। ব্যায়াম না করে অনেক বেলা পর্যন্ত ঘুমালে আপনার মুটিয়ে যাওয়া কেউ আটকাতে পারবে না!
৬। সকালের নাস্তায় অস্বাস্থ্যকর স্ন্যাকস খাওয়ার অভ্যাস থাকলে সেটি বাদ দিন। ডিম, ওট, রুটি, সালাদ- এগুলো খাওয়ার অভ্যাস করুন নাস্তায়।
উপরোক্ত টিপসগুলো অনুসরণ করে সুস্থ ও ফিট থাকুন সহজে।
সান নিউজ/ এমএইচআর