সান নিউজ ডেস্ক : চাইলে আপনি ঘরে বসে বানিয়ে নিতে পারেন ফুলের মমি। এতে আপনার গৃগসজ্জায় যেমন ব্যতিক্রম আসবে, তেমনি আপনার সামনে আসতে পারে ঘরে বসে রোজগারের একটি সুন্দর উপায়।
জেনে নিন কীভাবে বানাবেন ফুলের মমি:
১. তাজা চাঁপাফুল বা বেলীফুল নেবেন অথবা আপনার পছন্দ মত যে কোন ফুল নিতে পারেন। বোঁটার দিকে সবুজ অংশটা ফেলে দেবেন। সবচেয়ে ভালো হয় যদি চাঁপাফুল বা বেলী ফুলের বড়সড় কলি নেন। বোঁটা ফেলে দেওয়ায় অনেক সময় ফুলের পাপড়িগুলো খুলে যায়। কলি দিলে সেটা টেকসই থাকে বেশি।
২. একটি পাত্রে পানি ফুটিয়ে নিন। পানি ঠাণ্ডা হলে সেখানে ফিটকিরি দিয়ে নাড়ান। এক লিটার পানির জন্য আধা মুষ্ঠির কম পরিমাণ ফিটকিরি নিন।
৩. এবার ফুলগুলো আস্তে আস্তে বোতলে ঢোকান।
৪. এরপর বোতলের কানায় কানায় ফিটকিরি মিশ্রিত পানি দিয়ে পরিপূর্ণ করে দিন।
৫. এবার প্লাস্টিক জাতীয় কোনো কিছু দিয়ে বোতলের মুখটা এয়ারটাইট করে বন্ধ করে দিন।
যেন কোনোভাবেই বাতাস প্রবেশ করতে না পারে।
একবার বোতলের মুখ বন্ধ করা হয়ে গেলে এই মুখ আর খোলা যাবে না। মুখ খোলা হলেই ফুল নষ্ট হয়ে যাবে এবং বিশ্রী একটা গন্ধ বের হবে।
সৌন্দর্য বৃদ্ধির জন্য এবার বোতলের মুখটা র্যাপিং পেপার বা রঙিন ফিতা দিয়ে সাজিয়ে নিয়ে পারেন।
এবার একবার চেষ্টা করে দেখুন না বোতল ভর্তি প্রিয় ফুল দিয়ে প্রিয়জনকে চমকে দিতে পারেন।
সান নিউজ/এসএ