শৈলী নাসরিন : রান্নাঘরের থালাবাটি ও বাসনকোসন মাজতে আর নয় ডিশওয়াশিং। ভিমবার কিংবা তরল সাবান ছাড়াই আপনি নিজেই এগুলো পরিষ্কার করতে পারবেন। সাবানের চেয়েও আপনার বাসন-কোসন করবে ঝকঝকে।
অস্ট্রেলিয়ার পার্থের এক নারী সারা ফেসবুকে ভাইরাল হওয়া একটি টিকটক ভিডিও দেখেন। তাতে দেখানো হয়, পুড়ে যাওয়া থালাবাসন পরিষ্কার করা যায় খুব সহজে।
বেশি পুড়ে যাওয়া বাসন পরিষ্কার করতে লাগবে লবণ, বেকিং সোডা. পেপার টাওয়েল ও সাদা সিরকা। ফেসবুকে সারা লেখেন, ‘টিকটক ভিডিওটি দেখে আমি অভিভূত। আশা করছি-আজই আমার হাঁড়িপাতিল পরিষ্কার করতে পারবো।’ ফ্রাইপ্যান পরিষ্কার করার আগের ও পরের একটি ছবি ফেসবুকে শেয়ার করেন সারা।
পরিষ্কার করার কৌশল সম্পর্কে ভিডিওটিতে দেখানো হয়, প্যানটি কোনো কিছুর ওপর রেখে প্রথমে উল্টো করে ধরতে হবে। তারপর তাতে ছিটিয়ে দিতে হবে পরিমাণমতো লবণ ও বাইকার্বোনেট সোডা। এরপর ডিশওয়াশিং লিকুইড দিয়ে ঘষতে হবে প্যানটি। প্যানের ওপরের দিকে পেপার দিয়ে ঢেলে দিতে হবে সিরকা। সেটি কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলতে হবে। সারা বলেন, ‘সাবান জাতীয় জিনিস দিয়েও পরিষ্কার হয় একই রকম। তবে আমি শুধু ঘরে থাকা জিনিস দিয়ে কিভাবে পরিষ্কার করা যায়, তা দেখিয়েছি।’
সান নিউজ/এসএম/বিএস