লাইফস্টাইল

অতিরিক্ত খাওয়ার পর যা করবেন

লাইফস্টাইল ডেস্ক: অনেকেই অতিরিক্ত খেয়ে থাকেন মুখোরোচক খাবার সামনে পেলে। দ্রুত খাওয়ার কারণে তাৎক্ষণিক মস্তিষ্ক টের পায় না কতটুকু খাওয়া হচ্ছে। কারণ খাবার শুরু করার অন্তত ২০ মিনিটের মধ্যে মস্তিষ্ক সিগন্যাল দেয় আপনার কতটুকু খেতে হবে। অতিরিক্ত খাওয়ার অনেক কারণ আছে, তার মধ্যে দ্রুত খাওয়ার অভ্যাস অন্যতম।

এ ছাড়াও খাওয়ার সময় গল্প করা, টিভি দেখা, বড় প্লেটে খাওয়া, অতিরিক্ত খাবার সামনে নিয়ে বসা ইত্যাদি কারণে অতিরিক্ত খাওয়া হয়ে থাকে। তবে অতিরিক্ত খাওয়ার পর শারীরিক বিভিন্ন অসুস্থতা লক্ষ্য করা যায়।

পেট ফুলে থাকা, নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া, পেটে ব্যথাসহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তাই অতিরিক্ত খাওয়ার পর শারীরিক সমস্যা এড়াতে কিছু কাজ করা জরুরি। জেনে নিন সেগুলো-

>> অতিরিক্ত খেয়ে ফেলার পর নিজের মধ্যে অপরাধবোধ সৃষ্টি হয়ে থাকে। তবে দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে বরং বিশ্রাম করুন। নিজেকে আরাম দিন।

>> অতিরিক্তি খাবার খেলে তা চিনি হিসেবে রক্তে প্রবেশ করে। এর ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। তাই অতিরিক্ত খাওয়ার পর একটু হাঁটাহাঁটি করুন। এতে খাবার দ্রুত হজম হবে।

>> পানি পান করুন। অতিরিক্ত খাওয়ার পর পেট যদিও ভর্তি হয়ে যায়; তবুও একটু পরপর পানি পান করলে খাবারের মাধ্যমে শরীরে জমা হওয়া অতিরিক্ত লবণের মাত্রা হ্রাস পাবে। এর ফলে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাবেন। এ ছাড়াও শরীর আর্দ্র থাকবে।

>> বেশি খাবার খাওয়ার পর কখনো শুয়ে পরবেন না। এর ফলে খাবার হজম হবে না বরং অ্যাসিডিটি বেড়ে যাবে। পেট ফুলে যাবে এবং বুকে ব্যথা ও নিঃশ্বাস নিতে কষ্ট হবে।

>> অতিরিক্ত খাওয়ার পর কখনো কোমল পানীয় পান করবেন না। এর ফলে গ্যাস্ট্রিক বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

>> খাবার খাওয়ার সময় যখনই মনে হবে আপনি অতিরিক্ত খেয়ে ফেলেছেন; তখনই খাওয়া বন্ধ করুন। অনেকেই আছেন, টের পাওয়ার পরও প্লেটের খাবার শেষ করার দিকে গুরুত্ব দেন। এমনটি করবেন না।

>> খাওয়ার পর হাঁটাহাঁটি করে অন্তত ৩-৪ ঘণ্টা পর শরীরচর্চা করুন। এর ফলে অতিরিক্ত ক্যালোরি দ্রুত বার্ন হবে। সেইসঙ্গে শাররিক বিভিন্ন সমস্যা থেকেও মুক্তি পাবেন। নিয়মিত অনুশীলন মেজাজ এবং ক্ষুধা নিয়ন্ত্রণ করতে সহায়তা করে।

>> অতিরিক্ত খাওয়ার পর আপনার পরবর্তী খাদ্যতালিকায় কী রাখবেন; তা আগে থেকেই ঠিক করে রাখুন। অবশ্যই লো-ক্যালোরির খাবার খেতে হবে। এবং নির্দিষ্ট সময়ে খাবার খেতে হবে।

>> খাবার খাওয়া সময় সেদিকে ধ্যান দেওয়া উচিত। অনেকেই আছেন, যারা খাওয়ার সময় খোশগল্প করেন বা ফোন ও টিভির মনিটরে তাকিয়ে থাকেন। এর ফলে অতিরিক্ত খাবার খাওয়া হয়। অন্যদিকে খাবারের স্বাদ, অনুভূতি এবং রঙের দিকেও মনোযোগ দেওয়া হয় না। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত খাওয়া এড়াতে মনোযোগ সহকালে খাবার খেতে হবে।

>> অনেকে অতিরিক্ত খাওয়ার পর বমি বমি ভাবসহ নিঃশ্বাস নিতে কষ্ট হওয়ার মতো সমস্যায় ভুগেন। যদি শরীর খুবই খারাপ হয়ে যায়; তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

>> খাওয়া শুরু করার ২০ মিনিটের মধ্যে মস্তিষ্ক সক্রিয় হয়ে ওঠে; তাই প্রথম ১০ মিনিট খুবই ধীরে ধীরে খাবার খেতে হবে। একবার খাবার মুখে নিয়ে অনন্ত ৯০ বার চাবানো উচিত। ধীরে ধরে খাবার খেলে কম ক্যালোরি গ্রহণ করা হয়। এর ফলে ওজনও কমে।

সূত্র: ওয়েবএমডি

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলছিটিতে ফুটবল টুর্নামেন্ট শুরু

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে শুরু হয়েছে ভূট্টো স্মৃত...

স্বামীর মুঠোফোনে সাবেক প্রেমিকের ম্যাসেজ-ভিডিও, নববধূর আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে স্বামীর মুঠোফোনে সা...

বাজার সহনশীল করার চেষ্টা করছি

নিজস্ব প্রতিবেদক : বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা কমে এসেছে জ...

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের পরামর্শ

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন সংস্কার কমিশনের সদস্য তোফায়েল আহ...

বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃ...

বারী সিদ্দিকী’র প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল...

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সান নিউজ ডেস্ক: প্রতি সপ্তাহের এক...

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ...

সাগরে লঘুচাপ সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছ...

ফের বাড়ল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে ফের সোনার দাম বাড়ানোর ঘোষণা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা