লাইফস্টাইল ডেস্ক: ঈদে মেহেদি হাতে না পরলে আনন্দ অনেকখানি মাটি হয়ে যায়। ছোট-বড় সবাই চাঁদ রাতে মেহেদি উৎসবে মেতে ওঠে। কষ্ট করে মেহেদি পরলেও অনেক সময় দেখা যায়, এর রং ঠিকমতো বসেনি আবার বেশি সময় হাতে স্থায়ীও হয় না। তখন তো খুব মন খারাপ হয়ে যায়।
তবে জেনে নিন কীভাবে মেহেদির রং গাঢ় করবেন-
* মেহেদি ব্যবহার করে দীর্ঘক্ষণ তা রেখে দিন। এতে রং গাঢ় হওয়ার সম্ভাবনা থাকে।
* মেহেদি ব্যবহারের পর হেয়ার ড্রায়ারের সাহায্যে গরম বাতাস প্রয়োগ করে তাপ দেওয়ার চেষ্টা করুন। তবে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।
* ক্ষারীয় উপাদান ব্যবহার করতে পারেন। ক্ষারযুক্ত বা অম্লীয় উপাদানগুলোর সঙ্গে মেহেদি মিশিয়ে রং আরও গাঢ় করতে পারে। লেবুর রস ব্যবহার করলে মেহেদির রং গাঢ় হয়।
*লেমন অয়েল, ইউক্যালিপটাস তেল বা লবঙ্গ তেল ব্যবহার করতে পারেন। এতে মেহেদির রং গাঢ় এবং দীর্ঘস্থায়ী হবে।
* কফি এমনিতেই বাদামি রঙের আভা দেয়। মেহেদির সঙ্গে কফি মিশিয়ে ব্যবহার করলে রং গাঢ় হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
* মেহেদিতে বিটরুটের রসও মেশাতে পারেন। এতে প্রাকৃতিকভাবে গাঢ় রং হবে। মেহেদির সঙ্গে বিটরুটের পাউডারও মেশাতে পারেন।
* মেহেদিতে চিনি ব্যবহারের মাধ্যমেও এর রং আরও গাঢ় করতে পারেন। এই রং দীর্ঘস্থায়ীও হয়ে থাকে।
* মেহেদি শুকিয়ে গেলে তার উপর তেল দিয়ে ম্যাসাজ করুন। এর ফলে রং গাঢ় হবে।
*রোদে বের হওয়ার সময় মেহেদি দেওয়া স্থানটি ঢেকে রাখুন। সূর্যের আলো মেহেদির রং হালকা করে দেয়।
সান নিউজ/আরএস