নিজস্ব প্রতিবেদক : শরীরে জ্বর, কাশি, হালকা শ্বাসকষ্ট নিয়ে পরীক্ষা করার পর করোনার রিপোর্ট নেগেটিভ আসে। তবে নেগেটিভ আসার পরও যদি করোনার লক্ষণ থাকে, তবে কিছুদিন কোয়ারেন্টিনে থাকতে হবে।
আর ঘরেও মাস্ক ব্যবহার করা সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলেন বিশেষজ্ঞরা। এছাড়া একজন চিকিৎসকের পরামর্শ ও সঠিক গাইডলাইন মতো চলতে হবে।
করোনার লক্ষণ থাকার পরও যেসব কারণে রিপোর্ট নেগেটিভ আসতে পারে, সেগুলো :
• করোনার পুরোপুরি লক্ষণ দেখা দিতে অনেকের দুই সপ্তাহ সময়ও লাগতে পারে, মৃদু উপসর্গ দেখে পরীক্ষা করলে ফলাফল নেগেটিভ আসতে পারে।
• নাক এবং গলা থেকে স্যাম্পল গ্রহণ করা হয় নমুনাটি পর্যাপ্ত পরিমাণে শ্লৈষ্মিক নিঃসরণ গ্রহণ করা না হলে সঠিক রিপোর্ট নাও পেতে পারেন।
• করোনা ফলাফল আসতে ২৪ থেকে ২৮ ঘন্টা সময় লাগে। স্যাম্পল সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। আর নমুনা যদি সঠিকভাবে সংরক্ষণ করা না হয় তবে ফলাফল ভুল হতে পারে।
সান নিউজ/এনকে/এস