লাইফস্টাইল ডেস্ক: সকালে ঘুম থেকে ওঠে খিদে লাগা স্বাভাবিক এবং এসময় অনেকেই সামনে যা পান তাই খেয়ে নেন। এমন অনেক খাবার আছে যা খালি পেটে খেলে সাময়িকভাবে পেট ভরে তবে এতে ক্ষতির আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন: ‘ব্লু টি’ শরীরের যেসব উপকার করে
খালি পেটে যে খাবারগুলো ক্ষতিকর
১) খালি পেটে ব্ল্যাক কফি বা দুধ দিয়ে মিশিয়ে কফি খাওয়ার অভ্যাস অনেকেরই আছে। কিন্তু এতে ভয়ঙ্কর সমস্যা হতে পারে। বাড়তে পারে অ্যাসিডের উৎপাদন। হতে পারে বদহজমের সমস্যাও।
২) সকাল সকাল তেলেভাজা খেলে, দিনভর অস্বস্তি হতে পারে। পেট ভার থেকে খাবারে অনীহা আসতে পারে। প্রচুর তেল এবং ফ্যাটের জন্য হতে পারে বদহজম। আলসেমিও আসতে পারে।
৩) খালি পেটে লেবু জাতীয় ফল খেলে এসিডিটির আশঙ্কা বেড়ে যায় এবং হতে পারে হার্ট বার্নও। এমনকি আলসারের কারণও হতে পারে।
আরও পড়ুন: বর্ষায় তুলসি পাতার উপকারিতা
৪) স্বাস্থ্যকর ফল হিসেবেই পরিচিত কলা। এতে রয়েছে উচ্চ ম্যাগনেসিয়াম ও পটাসিয়াম। কিন্তু খালি পেটে খাওয়া মোটেও স্বাস্থ্যকর নয়।
৫) খালি পেটে টমেটো খাওয়া ভালো নয়। সালাদ, স্মুদি বা জুস হিসেবে খেলে সমস্যা হতে পারে। এটা খালি পেটের জন্য ক্ষতিকারক হতে পারে।
৬) সকাল সকাল ঝাল, তেল-মশলাযুক্ত খাবারে ক্ষতি হতে পারে পেটের। বদহজম তো বটেই হতে পারে হার্ট বার্নের মতো সমস্যাও।
সান নিউজ/এএন