আন্তর্জাতিক ডেস্কঃ
ভারতে ক্রমশই বেড়েই চলছে করোনায় প্রাণহানির সংখ্যা। বাড়ছে আক্রান্তের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৪ জনের মৃত্যু হয়েছে এশিয়ার এই দেশটিতে। তাদের নিয়ে প্রাণহানি ছাড়িয়েছে ৮০ হাজার। এছাড়া নতুন করে ৮২ হাজার শনাক্ত হওয়ায় ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৪৯ লাখের বেশি।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে একদিনে করোনায় মারা গেছেন ৪ হাজারেরও বেশি মানুষ। নতুন শনাক্ত ২ লাখ ৫৯ হাজার। আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের প্রাণহানি।
২৪ ঘণ্টায় সাড়ে ৪শর বেশি মৃত্যু নিয়ে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি প্রায় ১ লাখ ৯৯ হাজার। দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৮ হাজার।
ব্রাজিলে ১৯ হাজার নতুন রোগী নিয়ে মোট সংক্রমিতের সংখ্যা ছাড়িয়েছে ৪৩ লাখ।
এদিকে আর্জেন্টিনায় ২৪ ঘণ্টায় মারা গেছে ৩১৫ জন। দেশটির এপর্যন্ত মৃত্যু সাড়ে ১১ হাজারের বেশি। নতুন শনাক্ত প্রায় ১০ হাজার। বিশ্বে এ পর্যন্ত মারা গেছে ৯ লাখ ৩২ হাজারের বেশি মানুষ। মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২ কোটি ৯৪ লাখ।
দৈনিক সংক্রমণের পাশাপাশি দৈনিক মৃত্যুতেও এখন অন্যান্য দেশের থেকে এগিয়ে ভারত। মোট মৃত্যুর নিরিখে বিশ্বের তৃতীয় স্থানে থাকলেও, প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা আমেরিকা ও ব্রাজিলের তুলনায় ভারতে মোট মৃত্যু অনেক কম। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনার জেরে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৪ জনের। এ নিয়ে দেশে মোট ৮০ হাজার ৭৭৬ জনের প্রাণ কাড়ল করোনাভাইরাস। এর মধ্যে মহারাষ্ট্রেই মারা গিয়েছেন ২৮ হাজার ৮৯৪ জন। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট মৃত্যু ৮ হাজার ৪৩৪। তৃতীয় স্থানে থাকা কর্নাটকে মৃতের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে। ভারতের রাজধানীতে মৃতের সংখ্যা ৪ হাজার ৭৭০। অন্ধ্রপ্রদেশে (৪,৯৭২), উত্তরপ্রদেশ (৪,৪৯১), পশ্চিমবঙ্গ (৪,০০৩) ও গুজরাত (৩,২২৭) মৃত্যু তালিকায় উপরের দিকে রয়েছে। পঞ্জাবে মোট মৃত্যু ২ হাজার ৪২৪। মধ্যপ্রদেশ (১,৭৯১) ও রাজস্থানেও (১,২৫০) মোট মৃত্যু বেড়ে চলেছে। এর পর তালিকায় রয়েছে তেলঙ্গানা, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ়, উত্তরাখণ্ড, গোয়া, ত্রিপুরার মতো রাজ্যগুলি।
সান নিউজ/ বি.এম./বিএস | Sun News