আন্তর্জাতিক ডেস্ক : অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
আরও পড়ুন : মেক্সিকোয় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩
রাশিয়ার এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা সতর্ক করে জানান, সংঘাত পুরো ইউরোপজুড়ে ছড়িয়ে পড়তে পারে এবং নতুন সংঘাতে রাশিয়ার জড়িয়ে পড়রার আশঙ্কাও বাড়ছে উল্লেখযোগ্য হারে।
রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, অভ্যন্তরীণ বিষয়ে যেকোনো ধরনের হস্তক্ষেপকে দমন কর হবে।
আরও পড়ুন : মার্কিন কার্গো জাহাজে হামলা, নিহত ৩
এদিকে ইউক্রেনের ওডেশা নগরীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৫ জন নিহত হয়েছেন। আর এ ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস।
ওডেসার যে স্থানে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে, সেখান থেকে মাত্র ৫০০ মিটার দূরেই একটি জায়গায় বৈঠক করছিলেন জেলেনস্কি ও মিৎসোতাকিস।
আরও পড়ুন : সিরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ১৮
ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রো প্লেটেনচুক বলেছেন, ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচজন নিহত হওয়ার পাশাপাশি অনেকে আহতও হয়েছেন। হামলায় জেলেনস্কি ও গ্রিসের প্রধানমন্ত্রী কেউই আহত হননি। তবে জেলেনস্কি জানিয়েছেন, তিনি ক্ষেপণাস্ত্র হামলার এতটাই কাছে ছিলেন যে এটির জোরালো শব্দ তিনি শুনতে পেয়েছেন।
সান নিউজ/এমআর