ত্রিপুরা প্রতিনিধি:
ভারত-বাংলাদেশ সীমান্তের উভয় দিক থেকে অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক পাচারসহ বিভিন্ন বিষয়ে করণীয় সম্পর্কে দুই দেশের সংশ্লিষ্ট জেলা প্রশাসক পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে বুধবার।
এসব বিষয় ছাড়াও সীমান্ত বাণিজ্য, আগরতলা-আখাউড়া রেল সংযোগ, সীমান্তের উন্মুক্ত স্থানগুলোতে কাঁটাতারের বেড়া দেওয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বৈঠকে।
আগরতলার অতিথিশালায় অনুষ্ঠিত এই বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন ত্রিপুরার পশ্চিম জেলার জেলা শাসক ড: সন্দীপ এন মহাত্মে এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন কুমিল্লার জেলা প্রশাসক মোহম্মদ আবুল ফজল মির।
পরে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে তারা জানান, বৈঠকে নেয়া সিদ্ধান্তগুলো নিজ নিজ দেশের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।