বুধবার, ৯ এপ্রিল ২০২৫
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক প্রকাশিত ৩১ জানুয়ারী ২০২৪ ০৬:৪২
সর্বশেষ আপডেট ৩১ জানুয়ারী ২০২৪ ০৭:১৯

পাকিস্তানে সন্ত্রাসী হামলা, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে সন্ত্রাসী হামলায় নিরাপত্তা কর্মকর্তা ও বেসামরিক নাগরিকসহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন হামলাকারীও রয়েছে।

আরও পড়ুন: মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৯

বুধবার (৩১ জানুয়ারি) এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রয়টার্স বলছে, সোমবার (২৯ জানুয়ারি) গভীর রাতে আত্মঘাতী বোমা ছাড়াও বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের মাচ এবং কোলপুর কমপ্লেক্সে হামলা চালায়।

পাকিস্তান সেনাবাহিনীর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস এজেন্সি (আইএসপিআর) জানিয়েছে, এ সময় ৩ জন বোমা হামলাকারীসহ কমপক্ষে ৯ সন্ত্রাসী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪ জন নিরাপত্তা কর্মকর্তা ও ২ জন বেসামরিক নাগরিকও আছেন।

আরও পড়ুন: গাজায় মৃতের সংখ্যা বেড়ে ২৬৬৩৭

তাৎক্ষণিকভাবে আশেপাশের এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং আরও অভিযান পরিচালনা করা হচ্ছে।

আইএসপিআর আরও জানায়, বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এ হামলার দায় স্বীকার করেছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের বেশ কয়েকটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর মধ্যে তারা বেশ সক্রিয়। গোষ্ঠীটির লক্ষ্য পার্বত্য ও খনিজ সমৃদ্ধ বেলুচিস্তানের জন্য স্বাধীনতা অর্জন করা।

আরও পড়ুন: সুদান-দক্ষিণ সুদান সীমান্তে নিহত ৫

উল্লেখ্য, ভূখণ্ডের দিক থেকে বেলুচিস্তান পাকিস্তানের বৃহত্তম প্রদেশ। তবে জনসংখ্যার দিক থেকে সবচেয়ে ছোট। প্রদেশটিতে বেশ কয়েক দশক ধরেই বিদ্রোহ চলছে। বেলুচিস্তানের উত্তরে আফগানিস্তান, পশ্চিমে ইরান ও আরব সাগরের একটি দীর্ঘ উপকূলরেখা রয়েছে।

বেলুচিস্তানে রয়েছে পাকিস্তানের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র। এছাড়া আরও অনেক অনাবিষ্কৃত প্রাকৃতিক সম্পদ রয়েছে বলে মনে করা হয়। বেলুচিস্তান সোনাসহ মূল্যবান ধাতুতেও সমৃদ্ধ, সাম্প্রতিক বছরগুলোতে যার উৎপাদন বেড়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিয়ানমারের দূতসহ ঢাকায় আসছেন মার্কিন ২ কর্মকর্তা

এপ্রিলের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন মার্কিন প্রশাসন...

লক্ষ্মীপুরে বিয়ের দাবিতে যুবকের বাড়িতে তরুণীর অবস্থান

লক্ষ্মীপুরের কমলনগরে বিয়ের দাবিতে এক কলেজ শিক্ষার্...

ব্যাংকে যাতে কেউ লুটপাটের রাজত্ব করতে না পারে: গভর্নর

ব্যাংকের টাকা লোপাট করে কাউকে পালিয়ে যেতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা