ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনে ভূমিধস, নিহত বেড়ে ২০

আন্তর্জাতিক ডেস্ক: চীনের ইউনান প্রদেশে ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে পৌঁছেছে। এ ঘটনায় আরও ২ ডজন মানুষ নিখোঁজ রয়েছেন। সেখানে তুষারপাত অব্যাহত থাকায় উদ্ধার কাজে ব্যাপক বেগ পোহাতে হচ্ছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বাড়ি থেকে ৭ মরদেহ উদ্ধার

মঙ্গলবার (২৩ জানুয়ারি) চীনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল চায়না সেন্ট্রাল টেলিভিশনের (সিসিটিভি) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ইউনানের জেনসিয়ং কাউন্টিতে ভূমিধসের স্থানে উদ্ধারকারীরা রাতভর মাটির স্তূপ সরিয়ে ফেলার কাজ করেছেন।

সিচুয়ান ডেইলি নিউজ পেপার প্রেস গ্রুপের মালিকানাধীন স্থানীয় সংবাদ মাধ্যম দ্য কভার জানিয়েছে, মাটি আলগা হয়ে যাওয়ায় সেখানে ভারি মেশিন ব্যবহার করা যাচ্ছে না বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন।

আরও পড়ুন: ইয়েমেনে ফের যুক্তরাষ্ট্রের হামলা

সিসিটিভির প্রতিবেদনে বলা হয়, ভূমিধসের ঘটনায় ১৮ টি বাড়ির কমপক্ষে ৪৭ জন মানুষ নিখোঁজ হন। তাদের মধ্যে ২০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

এছাড়া এখনো কমপক্ষে ২৪ জন নিখোঁজ রয়েছেন। তবে স্থানীয়রা উদ্ধারকারী দলকে জানিয়েছে, আরও ৩ জনের খোঁজ মিলছে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, ভূমিধসের ঘটনায় মাথায় ও শরীরে আঘাতপ্রাপ্ত ৩ বাসিন্দাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: চীনে ভূমিধসে ১১ প্রাণহানি

সিসিটিভি বলছে, জেনসিয়ং কাউন্টির জাওথং শহরের ২ টি গ্রামে ভূমিধসটি আঘাত হেনেছে। এতে পাহাড়ের পাদদেশের ঘরগুলো চাপা পড়ে।

ভূমিধসের প্রত্যক্ষদর্শী স্থানীয় এক বাসিন্দা বলেন, পাহাড়টি ধসে পড়ে কয়েক ডজন চাপা পড়েছেন। ধ্বংসস্তূপের নিচে তার ৪ আত্মীয় চাপা পড়েছেন। ভূমিধসে চাপা পড়া তার স্বজনরা ঘটনার সময় ঘুমিয়ে ছিলেন।

সিসিটিভি জানায়, ওই এলাকার ৫০০ জনেরও বেশি বাসিন্দাকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: চীনে শক্তিশালী ভূমিকম্প অনুভব

এক সংবাদ সম্মেলনে সরকারি কর্মকর্তারা বলেছেন, পাহাড়ের ঢালের চূড়ার একটি খাড়া পাহাড় এলাকায় ভূমিধসের সূত্রপাত হয়েছিল।

উল্লেখ্য, সোমবার (২৩ জানুয়ারি) স্থানীয় সময় ভোর ৫ টা ৫১ মিনিটের দিকে প্রদেশটির জেনসিয়ং কাউন্টির জাওথং শহরে ভূমিধসের এ ঘটনা ঘটে। সূত্র: রয়টার্স।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা