ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

অযোধ্যায় বিতর্কিত রামমন্দির উদ্বোধন 

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অযোধ্যায় বিতর্কিত রামমন্দির উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ ১১ দিনের ‘কঠিন ব্রত’ বা উপবাস ভাঙলেন তিনি।

আরও পড়ুন: কূটনৈতিক সংকটের সম্ভাবনা নেই

সোমবার (২২ জানুয়ারি) রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’ হওয়ার পর গ্লাস থেকে চামচে করে তরল এক বস্তু খাইয়ে তার ব্রত ভাঙা হয়। সকাল ১১ টার পর হাতে পুজার ডালা নিয়ে ধীরে ধীরে গর্ভগৃহের দিকে এগিয়ে আসেন মোদী। পরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের সাথে পুজায় বসেন তিনি।

এ সময় দেখা যায়, রামমন্দিরের গর্ভগৃহে রামলালার বিগ্রহের চোখের বাঁধন খুলে দেওয়া হয়েছে। হাতে পদ্মফুল নিয়ে পুজা করেন প্রধানমন্ত্রী। পরে মন্দির চত্বরেই ভক্ত ও আমন্ত্রিতদের উদ্দেশে দুপুর দেড়টা থেকে ২ টা পর্যন্ত বক্তব্য রাখেন মোদী।

আরও পড়ুন: রাশিয়ায় লেনিনের মৃত্যুশতবর্ষ পালন

এরপর অযোধ্যার গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান কুবের টিলায় যাওয়ার কথা তার। হিন্দু ধর্মে এই টিলার গুরুত্ব অপরিসীম।

অযোধ্যার ইতিহাস অনুযায়ী, এখানে ধনসম্পদের দেবতা কুবের পায়ের ধুলো দিয়েছিলেন। সরযূ নদীর তীরে রামের জন্মভূমির অদূরেই তিনি স্থাপন করেছিলেন এক শিবলিঙ্গ এবং শিবপুজাও করেছিলেন। দুপুরে ওই পবিত্র কুবের টিলা দর্শন করবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: চীনে ভূমিধসে ৪৭ জন সমাহিত

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ বলেন, রামমন্দিরের উদ্বোধন প্রধানমন্ত্রীর ইচ্ছা ও সংকল্প ছাড়া সম্ভব হতো না।

এদিকে নিরাপত্তার জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ ও কমান্ডো বাহিনীর সদস্যদের দিয়ে সয়লাব পুরো অযোধ্যা। প্রতিটি উঁচু বাড়ির মাথায় বিশেষ রাইফেল নিয়ে পাহারায় রয়েছে স্নাইপার এবং আকাশে নিরন্তর উড়ছে অত্যাধুনিক নজরদারি ড্রোন। রামের জন্মভূমিকে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। সূত্র: এনডিটিভি

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা