আন্তর্জাতিক ডেস্ক:
একমাস আগের ভয়াবহ বিস্ফোরণের ক্ষত না শুকাতেই আবারও বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে লেবাননের রাজধানী বৈরুতে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বৈরুতের বন্দরে তেল এবং টায়ারের একটি গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে লেবাননের সেনাবাহিনী নিশ্চিত করেছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
একমাস আগে ঠিক একই জায়গায় গুদামে ভয়াবহ বিস্ফোরণে লণ্ডভণ্ড হয়ে যায় পুরো বৈরুত। এর মধ্যেই বৃহস্পতিবার আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বন্দরে দাউ দাউ করে আগুন জ্বলছে। আশপাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা না জানা গেলেও, তা জানতে কাজ করছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনীসহ সরকারি কয়েকটি সংগঠন।
গত ০৪ আগস্ট বৈরুতের রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে ১৯১ জন মারা যান। আহত হন ছয় হাজার জন। বাস্তুচ্যুত হন তিন লাখ মানুষ। ক্ষয়ক্ষতির পরিমাণ এক হাজার ৫০০ কোটি মার্কিন ডলার। গুদামে রাখা দুই হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরণে ক্ষয়ক্ষতির এ ঘটনা ঘটে।
সান নিউজ/ এআর