আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিম ওয়ো রাজ্যে একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও কয়েক ডজন আহত হয়েছেন।
আরও পড়ুন : থাইল্যান্ডে বিস্ফোরণে নিহত ১৭
বুধবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, দেশটির বাদান শহরের বোদিজা এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় একটি বাসভবনে বিস্ফোরণ ঘটে। এর প্রভাবে আশপাশের বেশ কয়েকটি বাড়ি ধসে পড়ে। প্রত্যক্ষদর্শীরা বলেন, এ সময় আতঙ্কিত বাসিন্দাদের রাস্তায় পাঠানো হয়। এছাড়া শহরের বিভিন্ন স্থানেও বিস্ফোরণের প্রভাব ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের নির্বাচনে কারচুপি হয়েছিল
ওয়ো রাজ্যের গভর্নর সেয়ি মাকিন্দে এক বিবৃতিতে বলেছেন, বিস্ফোরণের ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত ৭৭ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের বেশিরভাগকেই চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।
মাকিন্দে বলেন, নিরাপত্তা সংস্থাগুলির প্রাথমিক তদন্তে জানা গেছে, বোদিজার একটি বাড়ি দখল করে অবৈধ খনি শ্রমিকরা বিস্ফোরক ডিভাইস মজুত করেছিল যা ভয়াবহ বিস্ফোরণ ঘটায়।
আরও পড়ুন : হুথিদের সঙ্গে যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র
মাকিন্দে আরও জানান, এ ঘটনায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। এছাড়া যারা তাদের বাড়িঘর হারিয়েছে রাজ্য সরকার তাদের জন্য অস্থায়ী বাসস্থান সরবরাহ করবে।
সান নিউজ/এমআর