বুধবার, ৯ এপ্রিল ২০২৫
সংগৃহীত
আন্তর্জাতিক প্রকাশিত ১৭ জানুয়ারী ২০২৪ ০৪:৪০
সর্বশেষ আপডেট ১৭ জানুয়ারী ২০২৪ ০৪:৪০

হুথিদের সঙ্গে যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট সব জাহাজকে লক্ষ্যবস্তু করছে। এর জেরেই যুক্তরাষ্ট্র ইরান-সমর্থিত এ গোষ্ঠীর অবস্থানে দফায় দফায় হামলা চালাচ্ছে। এ অবস্থায় গাজার বাইরেও নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: তুষারধসে আটকা ১ হাজার পর্যটক

বুধবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। তবে যুক্তরাষ্ট্র হুথিদের সঙ্গে যুদ্ধ চায় না। এমন কথাই হোয়াইট হাউস জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র হুথিদের সঙ্গে যুদ্ধ চায় না বলে মঙ্গলবার (১৬ জানুয়ারি) হোয়াইট হাউস বলছে। হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, ‘আমরা এটিকে (সংঘাত) প্রসারিত করতে চাইছি না। হুথিদের একটি ইচ্ছা আছে ও এখনও তাদের কাছে সঠিক পথ বেছে নেওয়ার জন্য সময়ও আছে। আর তা হচ্ছে এ বেপরোয়া হামলা বন্ধ করা।’

আরও পড়ুন: ফের নির্বাচনের ঘোষণা

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ঐ অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ার ক্রমবর্ধমান ঝুঁকি তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের অন্যতম বিরোধী ইরানের মিত্ররাও লেবানন, সিরিয়া ও ইরাক থেকে মার্কিন স্বার্থকে লক্ষ্যবস্তু বানানোয় এতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

হুথিদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্র মঙ্গলবার ফের হামলা চালিয়েছে। লোহিত সাগরে জাহাজ লক্ষ্য করে হামলা চালানোর জবাব দিতে হুথিদের ওপর নতুন এ হামলা চালায় । নাম গোপন রাখার শর্তে কর্মকর্তারা বলেছেন, হামলায় ৪টি জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

আরও পড়ুন:

মূলত ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে গত প্রায় ৩ মাস ধরে হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট ও ইসরায়েলগামী জাহাজে অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে। ইরান সমর্থিত সশস্ত্র এই গোষ্ঠী বলছে, যতদিন গাজায় ইসরায়েলের বর্বরতা চলবে ততদিন তারা হামলা চালিয়ে যাবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিয়ানমারের দূতসহ ঢাকায় আসছেন মার্কিন ২ কর্মকর্তা

এপ্রিলের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন মার্কিন প্রশাসন...

নীলফামারীতে বাংলাদেশ স্কাউটস দিবস অনুষ্ঠিত

‘সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম’ প্...

বগুড়ায় খুন করে হাসপাতালে রেখে গেল লাশ

বগুড়ার শেরপুরে পরকীয়ার জেরে কাবিল হোসেন (৪০) নামের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা