আন্তর্জাতিক ডেস্ক: গাজায় গণহত্যা চালানোর অভিযোগে আজ শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালতের মুখোমুখি হচ্ছে ইসরায়েল। গত দিন বৃহস্পতিবার শুনানিতে অংশ নেয় দক্ষিণ আফ্রিকা।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য ব্যাপক হামলা
শুক্রবার (১২ জানুয়ারি) এ তথ্য প্রকাশ করেছে।
ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয় দক্ষিণ আফ্রিকা যে অভিযোগ এনেছে তার কোনো ভিত্তি নেই ও দেশটি হামাসের সুরে কথা বলছে।
এছাড়াও ১৯৪৮ সালের কনভেনশনে একটি জাতি, জাতিগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে সংঘটিত কর্মকাণ্ডকে গণহত্যা বলেও বর্ণনা করা হয়েছে।
আরও পড়ুন: ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত ২৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৫৯ হাজারের বেশি। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।
তাছাড়াও গাজার ঘরবাড়ি বোমা হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে। লাখ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। এমন পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা করে।
আরও পড়ুন: ডিসেম্বরে মৃত্যু ১০ হাজার
আদালতের কাছে এক আবেদনে দক্ষিণ আফ্রিকা গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা বলেও অভিহিত করে। সেখানে একটি জাতিগোষ্ঠীর বিরুদ্ধে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। সূত্র: আল-জাজিরা
সান নিউজ/এএ