আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ শিগগির মন্ত্রিসভার রদবদল করবেন বলে জল্পনা উঠেছে এবং তার আগেই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন এলিজাবেথ বোর্ন। দায়িত্ব নেওয়ার মাত্র ২ বছরের মধ্যেই পদত্যাগ করলেন তিনি।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় হতাহত ৭
সোমবার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে দেখা করার পর পদত্যাগ করেন এলিজাবেথ বোর্ন। প্রেসিডেন্ট বোর্নের পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং দায়িত্বে থাকাকালীন তার কাজের প্রশংসা করেছেন।
একটি বিবৃতিতে ম্যাক্রোঁ জানান, প্রধানমন্ত্রী থাকাকালীন বোর্ন সাহস ও প্রতিশ্রুতি পূরণ করে দেখিয়েছিলেন।
আরও পড়ুন: ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প
ফ্রান্সের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী ছিলেন এলিজাবেথ বোর্ন। নির্বাচনের আগে তার হঠাৎ পদত্যাগের কারণ স্পষ্ট না হলেও ম্যাক্রোঁর রাজনৈতিক গ্রহণযোগ্যতা বাড়ানো এবং সরকারের ভাবমূর্তি পুনরুজ্জীবিত করার জন্য এই রদবদল বলে মনে করছে ফ্রান্সের রাজনৈতিক মহল।
এলিসি প্যালেসের এক বিবৃতিতে জানানো হয়েছে, নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত বোর্ন প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাবেন।
সান নিউজ/এএন