ইন্টারন্যাশনাল ডেস্ক:
নাইজেরিয়ার সংঘাতপূর্ণ উত্তরপূর্বাঞ্চরীয় তিনটি গ্রামে বোকো হারামের হামলায় ১০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা এ কথা জানান। রোববার (৬ সেপ্টেম্বর) সন্ত্রাসীরা এ হামলা চালায়।
সরকার সমর্থিত জিহাদি বিরোধী মিলিশিয়া নেতা বাবাকুরা কোলো বলেন, আঞ্চলিক রাজধানী মাইদুগুরি থেকে ৪০ কিলোমিটার দূরে কুরমারি গ্রামে আক্রমণ চালায়। এতে ওই গ্রামের চার বাসিন্দা নিহত হন। এ সময় তারা ঘুমাচ্ছিলেন।
সূত্র জানায়, একই দিন মাইদুগুরির উপকণ্ঠে আরেকটি গ্রামে সন্ত্রাসীরা তিনজনকে পুড়িয়ে মারে এবং চতুর্থজনকে কুপিয়ে হত্যা করে। এছাড়া তারা শহরের কাছে মাঠে কাজ করা দুই কৃষককে হত্যা করে এবং আরো অনেককে অপহরণ করে।
উল্লেখ্য, নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে ২০০৯ সালে শুরু হওয়া সংঘাতে এ পর্যন্ত প্রায় ৩৬ হাজার মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ২০ লাখ লোক গৃহহীন হয়েছেন।