ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ৭ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সংক্রামক এ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৭ শতাধিক মানুষ। সংক্রমণ বাড়তে থাকায় দেশটিতে আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে।

আরও পড়ুন: বিশ্বে আরও ২০৪ জনের মৃত্যু

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, একদিনে দেশটিতে ৭০২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৯৭ জনে। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এর মধ্যে মহারাষ্ট্রে মারা গেছেন ২ জন। কর্ণাটক, কেরালা, পশ্চিমবঙ্গ ও দিল্লিতে মারা গেছেন একজন করে।

আরও পড়ুন: ৪১ দেশে ছড়াচ্ছে নতুন ভ্যারিয়েন্ট

ভারতীয় এ মন্ত্রণালয়ের তথ্যমতে, গত বুধবার (২৭ ডিসেম্বর) ভারতে করোনায় ৩ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে ২ জন কর্ণাটক ও গুজরাটের বাসিন্দা একজন।

এর আগে গত ২২ ডিসেম্বর ভারতে ৭৫২ জনের করোনা শনাক্ত করা হয়। যদিও ভারতে দৈনিক সংক্রমণের সংখ্যা ২ অংকের ঘরেই ছিল। তবে সংক্রামক এ ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ও ঠান্ডা আবহাওয়ার কারণে সংক্রমণ আবারও বেড়েছে।

আরও পড়ুন: দিল্লিতে রাত নেমে এলো সকালে

এদিকে বিশ্বজুড়ে করোনার ওমিক্রন স্ট্রেইনের যে ধরন নতুন করে উদ্বেগ বাড়িয়েছ , সেই জেএন.১ আক্রান্ত রোগীর সংখ্যা ভারতে বাড়ছে।

পরিসংখ্যান অনুযায়ী, এ মুহূর্তে ভারতের ৮ টি রাজ্যে জেএন.১ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত এ ধরনে আক্রান্ত রোগীর সংখ্যা ১০৯ জন।

জেএন.১ আক্রান্তদের মধ্যে ৩৬ জন গুজরাটের, ৩৪ জন কর্ণাটকের, ১৪ জন গোয়ার, ৯ জন মহারাষ্ট্রের, ৬ জন কেরালার, ৪ জন রাজস্থানের, ৪ জন তামিলনাড়ুর এবং ২ জন তেলেঙ্গানার বাসিন্দা।

আরও পড়ুন: গাজায় প্রাণহানি ২১ হাজার ছাড়াল

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে আমেরিকায় করোনার নতুন এ ধরনটি শনাক্ত করা হয়। এরপর থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে জেএন.১-এর সন্ধান মিলেছে। এমনকি চীনেও আক্রান্তের সংখ্যা বাড়ছে।

ভারতের কেরালায় প্রথম জেএন.১ আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। তারপর অন্য রাজ্যগুলোতেও এ ধরন ছড়িয়ে পড়ে। যদিও করোনার নতুন এ ধরন নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বর্তমানে জনসাধারণের জন্য ঝুঁকি কম এবং ভ্যাকসিনগুলো সুরক্ষা দিতে সক্ষম।

এনডিটিভি জানিয়েছে, ভারতে এ পর্যন্ত ২২০.৬৭ কোটি ডোজ কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা