আন্তর্জাতিক ডেস্ক:
ভারত জুড়ে আন্দোলনের মুখে কেন্দ্রীয় সরকার জানাল, এখনই সারা দেশে এনআরসি তৈরির কোনো সিদ্ধান্ত তারা নেয়নি।
মঙ্গলবার লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে এ কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।
তিনি জানান, সারা দেশে এনআরসি কার্যকরের কোনও সিদ্ধান্ত এখনও নেয়া হয়নি। এছাড়া খসড়া আইন প্রকাশের পর সিএএ মেনে নাগরিকত্ব চাইলে যে কেউ আবেদন জানাতে পারেন।
নতুন লোকসভা গঠনের সময় গত জুন মাসে সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেছিলেন, তাঁর সরকার অগ্রাধিকারের ভিত্তিতে সিএএ এবং এনআরসির কাজ শেষ করবে।
তবে এখন সিএএ-এর বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন, সিএএ নিয়ে অনেক রাজ্যেরই উদ্বেগ রয়েছে। আমরা সব দলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। তাদের আতঙ্ক যে অমূলক, সেটা বোঝানোর চেষ্টা করছি।
গত ১১ ডিসেম্বর সংশোধিত নাগরিকত্ব বিল (সিএবি) নিয়ে আলোচনার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, সিএএ পাস হওয়ার পর সারা দেশে এনআরসি করা হবে। তিনি এ কথাও বলেছিলেন, ২০২৪ সালের মধ্যেই দেশে এনআরসির কাজ শেষ হবে। এরপর সিএবি পাস হয়। আর তখনই ভারত জুড়ে এর প্রতিবাদে ছড়িয়ে পড়ে বিক্ষোভ।
সান নিউজ/সালি