ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমিরের মৃত্যুতে ভারতের রাষ্ট্রীয় শোক

আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক পালন করছে ভারত।

আরও পড়ুন: আমিরের মৃত্যুতে ভারতের রাষ্ট্রীয় শোক

এ লক্ষ্যে রোববার (১৭ ডিসেম্বর) দক্ষিণ এশিয়ার এ দেশটির সকল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার এবং সরকারি সকল বিনোদনমূলক অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে শনিবার (১৬ ডিসেম্বর) রাতে দেশটিতে একদিনের এ রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেয়া হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

এতে বলা হয়েছে, কুয়েতের আমির শেখ নওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহের মৃত্যুতে ১৭ ডিসেম্বর একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত সরকার।

আরও পড়ুন: শেখ হাসিনা দ্বিতীয় মুক্তিযুদ্ধে নেতৃত্বে দিচ্ছেন

এ দিন সকল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে পাঠানো এক নির্দেশনায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও সরকারি সকল বিনোদনমূলক অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ নির্দেশনায় বলা হয়েছে, শনিবার কুয়েতের আমির শেখ নওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ মারা গেছেন। তার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতে ভারত সরকার রোববার একদিনের রাষ্ট্রীয় শোক পলন করার সিদ্ধান্ত নিয়েছে।

এ দিন ভারত জুড়ে সকল ভবনে- যেখানে জাতীয় পতাকা নিয়মিত ওড়ে, সেখানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং কোনো সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান হবে না।

আরও পড়ুন: ভারতে কারখানায় বিস্ফোরণে নিহত ৯

কুয়েতের আমিরের মৃত্যুর ঘোষণায় রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে আমিরি আদালতের মন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আল-সাবাহ বলেন, আমরা গভীরভাবে শোকাহত।

আমরা কুয়েতের জনগণ, আরব ও ইসলামিক বিভিন্ন দেশ এবং বিশ্বের বন্ধুত্বপূর্ণ জনগণ আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে শোক প্রকাশ করছি, যিনি আজ সৃষ্টিকর্তার কাছে চলে গেছেন।

তবে উপসাগরীয় অঞ্চলের এ দেশটির আমিরের মৃত্যুর কোনো কারণ জানায়নি কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, গত নভেম্বরে শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবেরকে জরুরি পরিস্থিতিতে হাসপাতালে নেওয়া হয়েছিল।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে দাবানল

সে সময় দেশটির সরকারি একজন কর্মকর্তা জানান, প্রয়োজনীয় চিকিৎসা ও মেডিক্যাল পরীক্ষা-নিরীক্ষার জন্য আমিরকে হাসপাতালে ভর্তি করা হয়।

২০২০ সালের সেপ্টেম্বরে শেখ নাওয়াফ কুয়েতের আমিরের শপথগ্রহণ করেন। ৯১ বছর বয়সী সৎ ভাই শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর কুয়েতের নতুন আমিরের দায়িত্ব নিয়েছিলেন তিনি।

১৯২১-১৯৫০ সাল পর্যন্ত কুয়েতের আমিরের দায়িত্ব পালন করা শেখ আহমদ আল-জাবের আল-সাবাহের পঞ্চম পুত্র ছিলেন শেখ নাওয়াফ।

আরও পড়ুন: নতুন আমিরের নাম ঘোষণা

তিনি ১৯৩৭ সালে কুয়েতে জন্মগ্রহণ করেন। শেখ নাওয়াফ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা লাভ করেছিলেন। তবে উচ্চ শিক্ষা গ্রহণ করেননি। মাত্র ২৫ বছর বয়সে তিনি কুয়েতের হাওয়ালি প্রদেশের গভর্নর হিসাবে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন।

কুয়েতের আল-সাবাহ পরিবারের সদস্যদের মাঝে ব্যাপক জনপ্রিয় ছিলেন আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা