সান নিউজ ডেস্ক:
কেনিয়ার পশ্চিমাঞ্চলে একটি প্রাথমিক বিদ্যালয়ে পদদলিত হয়ে অন্তত ১৪ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। কেনিয়ার শিক্ষামন্ত্রী জর্জ মগোহা স্থানীয় গণমাধ্যমকে ১৪ শিশু শিক্ষার্থী নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
৩ ফেব্রুয়ারি সোমবার বিকালে রাজধানী নাইরোবির উত্তর-পশ্চিমে কাকামেগা প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। সুত্র: বিবিসি।
এ ঘটনায় আহত আরও প্রায় ৪০ শিশু শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। আহতদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
কেনিয়ার স্থানীয় গণমাধ্যমে বলছে, স্থানীয় সময় ৫টার দিকে শিশুরা স্কুল ছুটির পর বাসায় ফেরার সময় পদদলনের ঘটনাটি ঘটে।
কেনিয়ার শিক্ষামন্ত্রী জর্জ মগোহা বলেন, সন্তান হারানো খুব বেদনাদায়ক ঘটনা। সন্তান হারানো পিতামাতাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
তবে কীভাবে পদদলনের ঘটনাটি ঘটলো তা এখনও পরিষ্কার হয়নি। ঘটনার বিষয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে বলে কাকামেগার পুলিশ কমান্ডার ডেভিড কাবেনা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন।
যারা মারা গেছে তাদের পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছে কেনিয়ার শিক্ষা মন্ত্রণালয়। কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা দ্রুত তদন্ত শুরু করে ‘ঘটনার আদ্যোপান্ত তুলে আনার’ আহ্বান জানিয়েছেন।
গেল সেপ্টেম্বরে নাইরোবির একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ধসে আট শিশু নিহত ও ৬৯ শিশু আহত হয়েছিল।
সান নিউজ/সালি