আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানল ছড়িয়ে পড়ায় স্থানীয় একটি জলধারায় আটকে পড়েছেন অনেকে। তাদের উদ্ধারে ব্যাপক অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন।
ফ্রেসনো থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত মমথ জলধারা। শেষ খবর পাওয়া পর্যন্ত হেলিকপ্টারে করে অর্ধশতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, সেখানে কতোজন আটকে পড়েছেন তার সঠিক সংখ্যা জানা নেই। এ পর্যন্ত ১২ জন আহত হয়েছে। যাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা পৌনে সাতটার দিকে আকস্মিকভাবে সিয়েরা জাতীয় বনভূমিতে দাবানল ছড়িয়ে পড়ে।
শুক্রবার মধ্যরাতে ফ্রেসনো কাউন্টির ফায়ার প্রটেকশন ডিস্ট্রিক্ট থেকে জানানো হয়, মিলিটারি হেলিকপ্টারে করে ৬৩ জনকে উদ্ধার করে ইউসোমাইট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে দেয়া হয়েছে।
বলা হয়, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। কতোজন আটকে পড়েছেন, তাদের সঠিক সংখ্যা তাদের জানা নেই বলেও জানানো হয়।
ক্যালিফোর্নিয়ায় তীব্র দাবদাহ বিরাজ করছে। এর মধ্যেই দাবানল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটলো। তীব্র দাবদাহে ওই এলাকায় বিদ্যুতের ব্যাপক চাহিদা বেড়েছে। সরবরাহ নিশ্চিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। পালাক্রমে বিদ্যুৎ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর গ্যাভিন নিউসোম।
গত ৩০ আগস্ট থেকে ওই এলাকায় ৪৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অব্যাহত রয়েছে। মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবা বলেছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন অংশে বিরল, বিপজ্জনক এবং খুব সম্ভবত মারাত্মক তাপমাত্রা থাকতে পারে।
সান নিউজ/ বিএম/ এআর