আন্তর্জাতিক ডেস্ক : ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নতুন চেয়ারম্যান হয়েছেন ব্যারিস্টার গহর আলী খান।
আরও পড়ুন : গাজায় ইসরায়েলি অভিযানে নিহত ১৭৮
শনিবার (২ ডিসেম্বর) দলের কয়েকটি গুরুত্বপূর্ণ পদে ভোটাভুটি হয়। সেখানে গওহরকে চেয়ারম্যান পদে নির্বাচিত হন। খবর জিও নিউজের।
পিটিআইয়ের প্রধান নির্বাচন কমিশনার নিয়াজুল্লাহ নিয়াজি বলেন, ব্যারিস্টার গহর আলী খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন।
আরও পড়ুন : কপ-২৮ ত্যাগ করল ইরান
পিটিআইয়ের সদ্য সাবেক প্রধান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দলের চেয়ারম্যান পদে গহর খানকে মনোনীত করেছেন।
ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরানের বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাসসহ বিভিন্ন অভিযোগে শতাধিক মামলা হয়েছে। তোশাখানা (রাষ্ট্রীয় উপহার) দুর্নীতি মামলায় ইমরানের তিন বছরের কারাদণ্ড হয়। এ মামলায় আপাতত সাজা স্থগিত থাকলেও কূটনৈতিক তারবার্তা ফাঁসের মামলায় ইমরান কারাগারে আছেন।
আরও পড়ুন : গাজায় হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত
আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এর আগে ইমরানের নেতৃত্বাধীন পিটিআইয়ের নির্বাচনে অংশ নেওয়া-না নেওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে গহর খানকে পিটিআইয়ের প্রধানের দায়িত্ব দেওয়া হলো।
সান নিউজ/এমআর