ইন্টারন্যাশনাল ডেস্ক:
বছরে বেতন তাঁর কয়েক কোটি টাকা। বিশ্বের নাম করা এক প্রতিষ্ঠানের অনেক বড় কর্মকর্তা। তবু স্বভাব তাঁর খাবার চুরি করে খাওয়ার।
তিনি পরেশ শাহ (৩১)। লন্ডনের সিটি গ্রুপের বন্ড ব্যবসার প্রধান। মাসিক বেতন সাত সংখ্যার। সেই তিনিই কিনা অফিস ক্যান্টিন থেকে খাবার চুরি করে খেতেন! সবশেষ ফেঁসে যেতে হল স্যান্ডউইচ চুরি করতে গিয়ে।
ইউরোপ, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে বন্ড ব্যবসা করা সিটি গ্রুপের অন্যতম এই শীর্ষ কর্মকর্তা যে নিয়মিতই খাবার চুরি করে খেতেন তা প্রতিষ্ঠানটির তদন্তে প্রমানিতও হয়েছে।
আর তাই চাকুরীচ্যুত করা হয়েছে তাঁকে।
প্রভাবশালী গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পরেশ শাহ (৩১) লন্ডনে সিটিগ্রুপের বন্ড ব্যবসা শাখার প্রধান ছিলেন। তার মাসিক বেতন ছিল কয়েক লাখ টাকা। কিন্তু সেখানে কোম্পানির ক্যাফেটেরিয়া থেকে খাবার চুরি করে খেতেন।
ডেইলি মিরর তাদের প্রতিবেদনে বলছে, অভিযুক্ত ওই কর্মকর্তা ক্যান্টিন থেকে স্যান্ডউইচ চুরি করতেন। এরইমধ্যে সিটিগ্রুপ ওই কর্মকর্তাকে সাসপেন্ড করেছে।
তবে চুরির বিষয় নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি তিনি। সিটি গ্রুপও এই বিষয়ে গণমাধ্যমে কোন মন্তব্য করতে চা্য়নি।
লন্ডনের বাথ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক করা পরেশ শাহ সিটিগ্রুপে একজন কর্মকর্তা হিসেবেও সফল ছিলেন। সেখানে ২০১৭ সালে যোগদানের কয়েক মাস পরেই পদোন্নতি পান তিনি। এর আগে তিনি এইচএসবিসি'তে কর্মরত ছিলেন সাত বছর।
এত টাকা বেতন পাওয়ার পরও ওই কর্মকর্তা কেন খাবার চুরি করে খেতেন, সেটা এক বিস্ময় বটে।