বেড়েই চলছে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা। চীনে সর্বশেষ ৪২৫ জনের মৃত্যুর খবর জানা গেছে। আর এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে।
এদিকে হংকংয়ে ৩৯ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা এটিই প্রথম।
ভাইরাসটি নতুন নতুন দেশে ছড়িয়ে পড়ছে। অন্তত ২৫টি দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। সে সব দেশে আক্রান্তের সংখ্যা প্রায় দুইশ জন।
এদিকে চীনে মাত্র এক মাস বয়সী এক কন্য শিশু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইজু প্রদেশের পিপলস হাসপাতালে শিশুটির চিকিৎসা চলছে বলে জানিয়েছে স্বাস্থ্য কমিশন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটিকে অন্য প্রদেশ থেকে এখানে আনা হয়েছে এবং তারা বর্তমানে গুইজু প্রদেশের রাজধানী গুইয়াংয়ে বসবাস করছে। সোমবার (০৩ ফেব্রুয়ারি) শিশুটিকে হাসপাতালে ভর্তি করানোর পর তাকে আলাদাভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।