আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী বাহিনী হামাসের হাতে বন্দি থাকা কিছু জিম্মিকে মুক্তি দেওয়ার চুক্তির দ্বারপ্রান্তে রয়েছে ইসরায়েল ও হামাস।
আরও পড়ুন: শরণার্থী শিবিরে হামলায় নিহত ১৭
মঙ্গলবার (২১ নভেম্বর) চুক্তিটির মধ্যস্থতাকারী কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন
জিম্মিদের মুক্তির দেওয়ার চুক্তি ‘সবচেয়ে নিকটে’ ও আলোচনা ‘শেষ পর্যায়ে’ আছে।
তিনি আরও বলেছেন, ‘একটি চুক্তিতে পৌঁছার ক্ষেত্রে আমরা এখন সবচেয়ে নিকটে আছি।’
গত ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালিয়েছে হামাস কয়েকশ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি ২৪২ জনকে ধরে গাজা উপত্যকায় নিয়ে যায় । এখন তাদের মুক্তি দেওয়ার ব্যাপারে আলোচনা চলছে। এক্ষেত্রে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে কাতার।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নিহত ১
হামাস ও ইসরায়েলের মধ্যে যদি শেষ পর্যন্ত এ চুক্তি হয় তাহলে হামাস ৫০-৭০ ইসরায়েলিকে ছেড়ে দিবে। এর বদলে ইসরায়েল গাজায় ৩-৫ দিন হামলা বন্ধ রাখবে ও ইসরায়েলের কারাগারে বন্দি থাকা প্রায় ৩০০ ফিলিস্তিনি নারী ও শিশুকে ছেড়ে দেওয়া হবে। হামাস অবশ্য যেসব জিম্মিকে মুক্তি দেবে তারাও সবাই নারী ও শিশু। হামাস বলছে, চুক্তির মাধ্যমে কোনো ইসরায়েলি সেনাকে ছাড়া হবে না।
চুক্তি হওয়ার আশাবাদ ব্যক্ত করে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানিয়েছেন, ‘আমরা খুবই আশাবাদী, খুবই আশাবাদী। এই আলোচনা একটি মানবিক যুদ্ধবিরতিতে পরিণত হওয়ার ক্ষেত্রে খুবই তৎপর রয়েছি।’
এরআগে হামাসের শীর্ষ নেতা ঈসমাইল হানিয়া বলেন, ইসরায়েলের সঙ্গে একটি চুক্তিতে যাচ্ছেন তারা। সূত্র: আল জাজিরা
সান নিউজ/এএ