আন্তর্জাতিক ডেস্ক : ক্যামেরুনের পশ্চিমাঞ্চলে বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। এ সময় আহত হয়েছেন।
আরও পড়ুন : গাজা কবরস্থানে পরিণত হচ্ছে
সোমবার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।
ক্যামেরুনের স্থানীয় সরকারি কর্মকর্তা ভিয়াং মেকালা বলেন, বন্দুকধারীরা মামফে শহরের পাশে এগবেকাও গ্রামে হামলা চালিয়ে বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় এবং ঘুমন্ত অবস্থায় পুরুষ, নারী ও শিশুদের হত্যা করে।
আরও পড়ুন : নেপালে ফের শক্তিশালী ভূমিকম্প
আল জাজিরা জানিয়েছে, ইংরেজিভাষী এই বিচ্ছিন্নতাবাদীরা পশ্চিম ক্যামেরুনে অ্যাম্বাজোনিয়া নামে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য লড়াই করছে। সশস্ত্র গোষ্ঠীগুলো সরকারী বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত রয়েছে এবং ২০১৭ সাল থেকে এই অঞ্চলে হামলা, অপহরণ এবং হত্যাকাণ্ডের মতো কাজ চালিয়ে যাচ্ছে।
নিরাপত্তা বাহিনী এলাকাটি অনুসন্ধান করছে জানিয়ে মেকালা বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং মানুষের আতঙ্কিত হওয়া উচিত নয়।’
আরও পড়ুন : ২০২৪ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন পুতিন
নাম প্রকাশ না করার শর্তে একজন সিনিয়র আঞ্চলিক প্রশাসনিক কর্মকর্তা বলেছেন, ‘আক্রমণে প্রায় ২০ জন পুরুষ, নারী ও শিশু নিহত হয়েছেন এবং ১০ জন গুরুতর আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
অবশ্য তাৎক্ষণিকভাবে কোনও গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি বলে জানিয়েছে আল জাজিরা।
সান নিউজ/এমআর