আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অন্ধ্রপ্রদেশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনে অপর একটি ট্রেনের ধাক্কায় অন্তত ১৩ জন নিহত ও ৪০ জন আহত হয়েছে।
আরও পড়ুন: ব্রাজিলে বিমান দুর্ঘটনায় শিশুসহ নিহত ১২
রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যায় প্রদেশের ভিজিয়ানগরম জেলায় হাওড়া-চেন্নাই লাইনের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রেনকে পেছন থেকে অপর একটি ট্রেন ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলছে, রোববার সন্ধ্যায় সংকেত না পাওয়ায় বিশাখাপত্তনম-পালাসার একটি বিশেষ যাত্রীবাহী ট্রেন ভিজিয়ানগরম জেলায় হাওড়া-চেন্নাই লাইনের ওপর দাঁড়িয়েছিল।
আরও পড়ুন: গাজায় যুদ্ধের দ্বিতীয় পর্যায় শুরু
এ সময় দাঁড়িয়ে থাকা ট্রেনটিকে পেছন দিক থেকে ভিজাগ-রায়গডড়ের অপর একটি যাত্রীবাহী ট্রেন ধাক্কা দেয়। এ ঘটনায় ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।
এনডিটিভি জানিয়েছে ট্রেনচালক সংকেত দেখতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনার পর পর এই লাইনের ১৮টি ট্রেনের শিডিউল বাতিল করা হয়েছে ও ২২টি ট্রেন অন্য লাইনে ডাইভার্ট করা হয়েছে।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, লাইনচ্যুত ও ক্ষতিগ্রস্ত বগি ছাড়া মধ্যরাতেই দুর্ঘটনাস্থল পরিষ্কার করা হয়েছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র সামরিক ঘাঁটি গড়ে তুলছে
ভিজিয়ানগরম কালেক্টর নাগলক্ষ্মী বলছে, এ ট্রেন দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছে। এ ছাড়াও আহতদের সবাই অন্ধ্রপ্রদেশের। তাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর।
গত জুনে উড়িষ্যায় ৩ ট্রেনের ভয়াবহ সংঘর্ষে ২৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছিল। গত ২ জুন বহনাগা বাজার স্টেশনের কাছে শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমন্ডল এক্সপ্রেস, বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ও একটি মালবাহী ট্রেনের মধ্যে ত্রিমুখীর সংঘর্ষ হলে ঐ ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে।
সান নিউজ/এএ