ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ব্রাজিলে বিমান দুর্ঘটনায় শিশুসহ নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অ্যাক্রে প্রদেশে বিমান দুর্ঘটনায় শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। লাতিন আমেরিকার এই দেশটি এ নিয়ে ২ মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো বিমান বিধ্বস্তের ঘটনা ঘটলো।

আরও পড়ুন: গাজা-ইসরায়েল যুদ্ধে ২৯ সাংবাদিক নিহত

কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার (৩০ অক্টোবর) সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ব্রাজিলের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অ্যাক্রে প্রদেশে ছোট বিমান বিধ্বস্ত হয়ে এক শিশুসহ কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) অ্যাক্রের প্রাদেশিক সরকারের এক বিবৃতিতে বলা হয়, একক ইঞ্জিনের সেসনা ক্যারাভান বিমানটি রিও ব্র্যাঙ্কো বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়। এ বিমান দুর্ঘটনায় ১০ জন যাত্রীসহ পাইলট ও কো-পাইলট সকলেই ঘটনাস্থলে মারা যান।

আরও পড়ুন: গাজায় যুদ্ধের দ্বিতীয় পর্যায় শুরু

প্রাদেশিক সরকার জানিয়েছে, ১০ যাত্রীর মধ্যে ৯ জন প্রাপ্তবয়স্ক এবং ১ জন শিশু। নিহতদের জাতীয়তা কী, তা এখনো স্পষ্ট নয়। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বিমানটি ব্রাজিলের অ্যামাজোনাস প্রদেশের পার্শ্ববর্তী ছোট শহর এনভিরার দিকে যাচ্ছিল।

আরও পড়ুন: জাতিসংঘে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস

এদিকে স্থানীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি বলছে, বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। সেটি পেরু ও বলিভিয়ার সীমান্তবর্তী ব্রাজিলের প্রত্যন্ত অঞ্চলের একটি বনে আগুনের সৃষ্টি করে।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে দেশটির অ্যামাজনাস প্রদেশে একটি ছোট জেট বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছিলেন। সেই দুর্ঘটনায় নিহত ১২ জনের মধ্যে সবাই ছিলেন ব্রাজিলিয়ান পর্যটক। অন্য ২ জন ছিলেন ক্রু সদস্য।

কর্মকর্তারা বলেন, প্রবল বৃষ্টির কারণে কম দৃশ্যমানতার মধ্যে পর্যটন শহর বার্সেলোসের কাছে আসার সময় বিধ্বস্ত হয় বিমানটি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা