আন্তর্জাতিক ডেস্ক: ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে হিমালয়কন্যা নেপালের রাজধানী কাঠমান্ডু। তবে প্রাথমিকভাবে এতে ক্ষয়ক্ষতির কোনো ঘটনা জানা যায়নি।
আরও পড়ুন: সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা
রোববার (২২ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৭ টা ৩৯ মিনিটে কাঠমান্ডু ও পাশ্ববর্তী জেলাগুলো ভূমিকম্পে কেঁপে ওঠে।
দেশটির জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণকারী ও গবেষণা প্রতিষ্ঠানের বরাত দিয়ে সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্ট, সকালে হওয়া এ ভূমিকম্পের কেন্দ্র ছিল ধাদিং জেলায়। বাগমতি ও গন্ডাকি প্রদেশের অন্যান্য জেলাতেও এর কম্পন অনুভূত হয়েছে।
আরও পড়ুন: সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, তিব্বতীয় ও ভারতীয় টেকটনিক প্লেটের ভাঁজে নেপালের অবস্থান হওয়ায় নেপালে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। এ প্লেট ২ টি প্রতি শতাব্দীতে ২ মিটার করে এগিয়ে আসছে। সেই চাপেই দেশটিতে ভূমিকম্প হচ্ছে।
দেশটির এক সরকারি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নেপাল বিশ্বের ১১ তম ভূমিকম্পপ্রবণ এলাকা।
আরও পড়ুন: আজও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর
সর্বশেষ গত ১৬ অক্টোবর নেপালের সুদূর পশ্চিম প্রদেশে ৪.৮ মাত্রার ভূমিকম্প হয়েছিল। এর আগে ২০১৫ সালে দেশটিতে ৭.৮ মাত্রার ভূমিকম্পে প্রায় ৯০০০ মানুষের মৃত্যু হয়েছিল।
সান নিউজ/এনজে