আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একটি হাসপাতালে ভয়াবহ হামলার ঘটনায় তদন্তের দাবি করেছে। একইসাথে সংস্থাটি গাজায় কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেদিকেও নজর রাখার কথা বলেছে।
আরও পড়ুন: শুক্রবারের মধ্যে গাজায় ত্রাণ সরবরাহ
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) গাজার ঐ হাসপাতালে ভয়াবহ হামলার ঘটনা ঘটে, যেখানে প্রায় ৫০০ জন নিহত হয়। প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকায় একটি হাসপাতালে হামলার ঘটনায় বুধবার তদন্তের দাবি জানিয়েছে জাতিসংঘ।
ভয়াবহ ঐ হামলায় শত শত ফিলিস্তিনি বেসামরিক নাগরিকের নিহত হওয়ার বিবরণ স্পষ্ট করার জন্য জাতিসংঘ তদন্তে জড়িত হবে কিনা জানতে চাওয়া হলে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, সংঘাতের এখনও ‘শুরুর দিনগুলো’ চলছে ও ‘তদন্তের মাধ্যমে কী করা হয় তা জাতিসংঘকে দেখতে হবে’।
আরও পড়ুন: ইসরায়েলে রকেট ছুড়ল হিজবুল্লাহ
তিনি আরও জানান, ‘তবে এই বিষয়ে কিছু তদন্ত হওয়াটা অপরিহার্য।’
ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস ইন দ্য নেয়ার ইস্ট বা ইউএনডব্লিউআরএ গাজায় ২০১৪ সালের মতো তদন্ত করতে চায় কিনা জানতে চাইলে তিনি জানান: ‘আমি এই বিষয়টি নিয়ে এগিয়ে যেতে চাই না। ভবিষ্যতে কী হবে সে বিষয়ে আমি কোনও অনুমান করতে যাচ্ছি না।’
মুখপাত্র স্টিফেন ডুজারিক জানায়, ‘এখন যেটা স্পষ্ট সেটা হচ্ছে- হাসপাতালে হামলার ঘটনায় কিছু তদন্ত হওয়া দরকার ও আমরা দেখব সেখানে কি ব্যবস্থা আছে ও কি পদক্ষেপ নেওয়া হবে।’
আরও পড়ুন: ইসরায়েলে রকেট ছুড়ল হিজবুল্লাহ
সবশেষে তিনি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজায় ‘ব্যাপক মানবিক দুর্ভোগ’ কমাতে ‘অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়েছেন।
সান নিউজ/এএ