সংগৃহীত
আন্তর্জাতিক

শুক্রবারের মধ্যে গাজায় ত্রাণ সরবরাহ

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকায় ত্রাণ সামগ্রী পৌঁছানোর জন্য সীমান্ত খুলে দিতে রাজি হয়েছে মিসর। এছাড়া শুক্রবারের মধ্যেই ত্রাণ সামগ্রী গাজায় প্রবেশ করা শুরু করবে।

আরও পড়ুন : গাজায় নিহত সাড়ে ৩ হাজার ছুঁই ছুঁই

বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল থেকে যুক্তরাষ্ট্রে ফেরার পথে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

হামাসের সাথে চলমান যুদ্ধে ইসরায়েলের প্রতি সংহতি জানাতে বুধবার ইসরায়েলের রাজধানী জেরুজালেমে গিয়েছিলেন বাইডেন। সেই সফর শেষে মার্কিন বিমান বাহিনীর বিশেষ উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে চেপে দেশে ফিরে যান তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে টেলিফোনে আমার কথা হয়েছে। গাজার বেসামরিক লোকজনের জন্য ত্রাণ সরবরাহের জন্য রাফাহ ক্রসিং খুলে দিতে রাজি হয়েছেন। (ইসরায়েলের) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও এ ব্যাপারে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।”

আরও পড়ুন : ইসরায়েলে রকেট ছুড়ল হিজবুল্লাহ

বাইডেন বলেন, ‘আশা করছি শুক্রবারের মধ্যেই এই ক্রসিং দিয়ে ত্রাণ সামগ্রীবাহী ট্রাকগুলো গাজায় প্রবেশ করা শুরু করবে। প্রথম দিন ২০টি ট্রাককে প্রবেশ করতে দেওয়া হবে।’

‘তবে এই ক্রসিং খোলা হবে কেবল ত্রাণ সামগ্রী সরবরাহের জন্য। শরণার্থীরা এই ক্রসিং ব্যবহার করতে পারবেন না।’

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিতে হামলা চালায় গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী। সেই হামলার জবাবে গাজা ভূখণ্ডে বোমা বর্ষণ শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী। সেই হামলা এখন অব্যাহত রয়েছে।

আরও পড়ুন :

একই সঙ্গে বন্ধ করে দেওয়া হয় রাফাহ ক্রসিংও। ফলে গাজা ভূখণ্ডে ত্রাণ ও সহায়তা সামগ্রির সরবরাহ আসাও বন্ধ হয়ে যায়।

গত ১১ দিন ধরে ত্রাণ সরবরাহ না পৌঁছানোয় মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে পৌঁছেছে গাজার সাধারণ ফিলিস্তিনিরা। এদিকে জানা গেছে, রাফাহ ক্রসিং বন্ধ থাকায় মিসর সীমান্তে অপেক্ষায় রয়েছে ত্রাণবাহী অন্তত ২০০ ট্রাক। সূত্র : টাইমস অব ইসরায়েল, সিএনএন

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা