আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের হামলায় বিধ্বস্ত অবরুদ্ধ গাজায় ধ্বংসস্তূপের নিচে আটকা ১৩০০ মানুষ।
মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে একটি হাসপাতালে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ৪৭০ জন নিহত হয়েছে।
আরও পড়ুন: গাজায় মৃতের সংখ্যা ৩৩০০
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, জাতিগত নিধন ও ফিলিস্তিনিদের অস্তিত্ত্ব বিলীনের জন্য হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ইসরায়েলি আগ্রাসনের শিকার হতাহতদের মধ্যে ৭০% শিশু, নারী ও বয়োবৃদ্ধ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে, গাজায় ধ্বংসস্তূপের নিচে এখনও প্রায় ১ হাজার ৩০০ লোক আটকা পড়ে আছে। এদের মধ্যে প্রায় ৬০০ শিশু রয়েছে। কিন্তু ইসরায়েলের টানা হামলার কারণে উদ্ধার কাজ চালানো যাচ্ছে না।
আরও পড়ুন: বৈধতা পেল না সমকামী বিয়ে
উল্লেখ্য, ৭ অক্টোবর গাজায় হামলা শুরু করে ইসরায়েল। হামলায় প্রায় সাড়ে ৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। সর্বশেষ মঙ্গলবার রাতে গাজায় একটি হাসপাতালে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ৪৭০ ফিলিস্তিনি নিহত হয়েছে।
সান নিউজ/এএ