ইন্টারন্যাশনাল ডেস্ক:
পঙ্গপালের আক্রমন থেকে লক্ষাধিক হেক্টর জমির ফসল এবং কৃষক বাঁচাতে পাকিস্তান সরকার জরুরী দেশটিতে জরুরী অবস্থো ঘোষণা করেছে।
পাকিস্তানের শস্যের প্রধান যোগানদাতা প্রদেশ পাঞ্জাবে পঙ্গপালের আক্রমনে সেখানকার প্রায় এক লক্ষ একুশ হাজার হেক্টর জমির কোটি কোটি টাকার ফসল নষ্ট হয়েছে। গত দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ মুখোমুখি হয়েছে বলে মন্তব্য পাকিস্তান সরকারের।
প্রতিবেশী ইরান থেকে গত জুনে আসা এই পঙ্গপাল এরইমধ্যে পাকিস্তানের পাঞ্জাবে উৎপাদিত তুলা, গম, ভূট্টাসহ অন্যান্য ফসল ব্যাপকভাবে ধ্বংস করেছে।
এতে করে দেশটিতে খাদ্য ঘাটতির আশঙ্কায় পঙ্গপাল মোকাবেলায় পাকিস্তানে জরুরী অবস্থা ঘোষনা করেন প্রধানমন্ত্রী ইমরান খান। বর্তমানের এই সংকটজনক দশা কাটিয়ে উঠতে ৭.৩ বিলিয়ন পাকিস্তানি রুপির প্রয়োজন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।