আন্তর্জাতিক ডেস্ক: ইরান ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের ভয়াবহ হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যেসব ফিলিস্তিনি ইসরায়েলের উপর হামলার পরিকল্পনা করেছেন তাদের হাতে চুম্বন করেন তারা।
আরও পড়ুন: মিয়ানমারে জান্তার হামলা, নিহত ২৯
গত ৭ অক্টোবর স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে অতর্কিত হামলা চালানো শুরু করে। এখন পর্যন্ত ৯০০ জনেরও বেশি ইসরায়েলি নিহত হয়েছেন। এ হামলার সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের প্রশংসা করেছেন খামেনি।
তিনি আরও বলেছেন, ‘যেসব ফিলিস্তিনি ইহুদিবাদীদের উপর হামলার পরিকল্পনা করেছেন আমরা তাদের হাতে চুম্বন করি। এই বিপর্যয়কারী ভূমিকম্প (ইসরায়েলের) বেশ কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করেছে; যেগুলো সহজে সারানো যাবে না। নিজেদের কর্মকাণ্ড এই বিপর্যয়ের জন্য দায়ী।’
আরও পড়ুন: ইসরাইলে ৯ মার্কিন নাগরিক নিহত
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি জানান, ‘কোনো দেশের সিদ্ধান্তের উপর ইরান হস্তক্ষেপ করে না। যার মধ্যে ফিলিস্তিনও রয়েছে। ইরানের উপর দায় চাপানোর বিষয়টি রাজনৈতিক কারণের সাথে সংশ্লিষ্ট।’
তবে হামাস আনুষ্ঠানিকভাবে বলেছেন, এ হামলার সঙ্গে ইরান জড়িত নয়। তারা বলছে, ‘এটি ইরানসহ সবার কাছে চমক ছিল। আমরা তাদের জানাইনি ৭ অক্টোবর ভোরে অভিযান শুরু করব আমরা। অভিযান শুরুর পর ইরানকে আমরা অবহিত করি।’ সূত্র: রয়টার্স
সান নিউজ/এএ