আন্তর্জাতিক ডেস্ক:
জার্মানির বার্লিনে করোনায় আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভের সময় ২০০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
সূত্রমতে, প্রায় ৩৮ হাজার মানুষ শহরের রাস্তায় বিক্ষোভে যোগ দেযন, বিক্ষোভ কর্মসূচি মূলত শান্তিপূর্ণই ছিল।
র্যালি থেকে প্রায় ২০০ জনকে গ্রেপ্তার করা হয়, যেখানে কট্টর ডানপন্থী দুষ্কৃতিকারীরা পাথর ও বোতল ছুঁড়ে মেরেছে বলে অভিযোগ তুলেছে কর্তৃপক্ষ।
ইউরোপের আরো বেশ কয়েকটি শহরে একই ধরনের বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা বলছেন, করোনাভাইরাস এক ধরনের প্রবঞ্চনা।
লন্ডনের ট্রাফালগার স্কোয়ারেও করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে নেওয়া বিভিন্ন নিষেধাজ্ঞা এবং ফাইভজি’র বিরুদ্ধে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেন। ওই বিক্ষোভে মানুষজন ‘মাস্ক স্তব্ধ করার অস্ত্র’ এবং ‘নিউ নরমাল = নতুন ফ্যাসিবাদ’ লেখা ব্যানার প্রদর্শন করেন।
প্যারিস, ভিয়েনা এবং জুরিখেও একই ধরণের বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সূত্র: বিবিসি বাংলা।
সান নিউজ/ আরএইচ/ এআর